পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিজের দোকানে হুমকি পোস্টার পড়ার ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। এদিন দোকান খুলে ব্যবসাও করেন নীলাদ্রিশেখর দানা। তৃণমূলের কটাক্ষ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হুমকি পোস্টার পড়ে।                 

  


পুরভোটের ফলঘোষণার পর, শনিবার বাঁকুড়ার বিজেপি বিধায়কের দোকানে এমনই হুমকি পোস্টার ঘিরে তোলপাড় পড়ে যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ভৈরবস্থান মন্দিরের পাশে নিজের দোকান খুলে ব্যবসাও করেন নীলাদ্রিশেখর দানা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক বলেন, "কে করেছে সেই কথা নেই পোস্টারে। রাতের অন্ধকারে যারা এসব কাজ করে তারা দুষ্কৃতী ছাড়া আর কেউ নয়। দুষ্কৃতীকে চিহ্নিত করতে চাই। থানায় লিখিত অভিযোগ করেছি।"                                                                                                                              


আরও পড়ুন, যোগ দিয়েই তৃণমূলের সহ-সভাপতি পদে জয়প্রকাশ মজুমদার


তৃণমূলের অভিযোগ, বিজেপির কোন্দলের জেরেই পড়েছে হুমকি পোস্টার। বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবাজী বন্দ্যোপাধ্যায়, "বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এধরনের পোস্টার পড়েছে। ওকে দলের লোকেরাও মানতে চাইছে না। এদের নিজেদের মধ্যে লড়াই।" বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে জিতেছে তৃণমূল। নির্দলের দখলে গেছে ৩টি ওয়ার্ড। একটি ওয়ার্ডেও ফোটেনি পদ্ম। নীলাদ্রিশেখর দানা যে এলাকার বাসিন্দা সেই ১৬ নম্বর ওয়ার্ডে এবার চতুর্থ হয়েছে বিজেপি।                                                                    


এদিকে, বহিরাগত চেয়ারম্যান চাই না। এমনই দাবি জানিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর পুর এলাকায় পড়ল পোস্টার। বিজেপির অভিযোগ, তৃণমূলের কোন্দলের জেরে পড়েছে পোস্টার। যদি তৃণমূলের দাবি, পোস্টারের সঙ্গে দলের যোগ নেই।