রাজকোট: একদিকে ঘরের মাঠে টি-টোয়েন্টি ফর্ম্যাটে টানা ১১ দ্বিপাক্ষিক সিরিজ অপরাজিত থাকার রেকর্ড। অন্যদিকে সিরিজে সমতা ফিরিয়ে চনমনে শ্রীলঙ্কা শিবির। শনিবার রাজকোটে ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা হবে।


২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তারপর থেকে টানা ১১ সিরিজে অপরাজিত ভারত। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে? টানা ১২ সিরিজ জয়ের সাফল্য পাবে ভারত? নাকি শেষ হাসি হাসবে শ্রীলঙ্কা?


মুম্বইয়ে প্রথম ম্যাচে মাত্র ২ রানে হেরে যাওয়ার পর পুণেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। অক্ষর পটেল ও সূর্যকুমার যাদবের ব্যাট হাতে লড়াই ব্যর্থ করে দিয়ে ১৬ রানে ম্যাচ জিতে নিয়েছেন দাসুন শনাকারা। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। শনিবার রাজকোটে যে দল জিতবে, ট্রফি তাদের।


যে ম্যাচের আগে ভারতীয় শিবিরকে সবচেয়ে ভাবাচ্ছে বোলিং কম্বিনেশন। আগের ম্যাচে হর্ষল পটেলকে বসিয়ে অর্শদীপ সিংহকে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই ম্যাচে ৫টি নো বল করেছেন বাঁহাতি পেসার। যার মধ্যে নিজের প্রথম তথা শ্রীলঙ্কা ইনিংসের দ্বিতীয় ওভারে টানা তিনটি নো বল করেন অর্শদীপ। ভারত ম্য়াচ হেরে যাওয়ার পর প্রায় সকলেই আঙুল তোলেন এত নো বল করার দিকে। এমনকী, অধিনায়ক হার্দিক পাণ্ড্যও নো বল করার জন্য বোলারদের দুষেছেন।                


এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, অর্শদীপকে কি সিরিজ নির্ণায়ক ম্যাচে খেলানো হবে? নাকি ফেরানো হবে হর্ষল পটেলকে? ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য খুব একটা পরিবর্তনের পক্ষপাতী নন। তিনি জানিয়ে দিয়েছেন, ভীষণ পরিবর্তন করায় সায় নেই তাঁর। ক্রিকেটারদের সুযোগ ও সময়, দুইই দিতে চান তিনি।                                                               


রাজকোটের পিচকে অনেকে বলে থাকেন, হাইওয়ের মতো। বল পড়ে দ্রুত গতিতে আর সমান বাউন্সে ব্যাটে আসে। শট খেলতে যাঁরা ভালবাসেন, সেই সমস্ত ব্যাটসম্যানের কাছে স্বপ্নের মতো। তাই বড় স্কোর ওঠার পূর্বাভাস করছেন কিউরেটর। তাই বোলারদের ওপর অনেকটাই দাঁড়িয়ে থাকবে ম্যাচের ভাগ্য। যে দলের বোলাররা কম রানে প্রতিপক্ষকে বেঁধে রাখতে পারবেন, সেই দলের অ্যাডভান্টেজ।


আরও পড়ুন: নো বল করা অপরাধ, শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে তোপ বিরক্ত হার্দিকের