কলম্বো: এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ট্রফি যুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল ভারত। চোটের জন্য ছিটকে গেলেন স্পিনার অলরাউন্ডার অক্ষর পটেল (Axar Patel)।


বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছিলেন অক্ষর। কিন্তু স্টাম্পিং থেকে বাঁচতে দ্রুত ক্রিজে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে কব্জিতে চোট পান গুজরাতের স্পিনার। তারপর শ্রীলঙ্কার এক ক্রিকেটারের থ্রো করা বলেও হাতে চোট পান। ইনিংসের শেষ দিকে তাঁকে খোঁড়াতেও দেখা যায়।


শনিবার রাতের দিকে ভারতীয় বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, বাঁদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছেন অক্ষর। তিনি ফাইনালে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসাবে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করা হল।


রাত পোহালেই এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2023 Final)। খেতাব লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারতীয় দল (Indian Cricket Team)। একদিকে যেখানে ভারতের সামনে নিজেদের এশিয়া কাপের সর্বাধিক খেতাব জয়ের কৃতিত্ব ধরে সুযোগ। সেখানে শ্রীলঙ্কার সামনে সপ্তম এশিয়া কাপ জিতে ভারতের কৃতিত্বে ভাগ বসানোর হাতছানি। এই ফাইনালের আগেই ভারতীয় দলে যোগ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। অক্ষর পটেলের ব্যাকআপ হিসাবেই ডাকা হয়েছিল তাঁকে।


গতকাল, শুক্রবারই বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের শেষ সুপার ফোরের ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই নিয়মরক্ষার ম্যাচে ছ'রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। এই ম্যাচেই ব্যাটিং করার সময় অক্ষর পটেলের হাতে চোট লাগে। সেই কারণেই ওয়াশিংটনকে ব্যাকআপ হিসাবে ডেকে নেওয়া হয়। 


অক্ষর এখনও অবধি চলতি এশিয়া কাপের দুটি ম্যাচ খেলেছেন। দুই ম্যাচে তিনি মোট ৬৮ রান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত দলকে জয় এনে দিতে ব্যর্থ হন তিনি। অক্ষরের মতো ওয়াশিংটনও কিন্তু অলরাউন্ডার। তিনি স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করেন। ভারতের হয়ে ১৬টি ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে একটি অর্ধশতরানসহ ২৩৩ রান করার পাশাপাশি ১৬টি উইকেট নিয়েছেন ওয়াশিংটন। 


ফাইনালের আগে উদ্বেগ বাড়ল শ্রীলঙ্কা শিবিরেও। দ্বীপরাষ্ট্রের অন্যতম সেরা স্পিনার মাহিশ তিকশানার চোট। এশিয়া কাপ ফাইনালে অক্ষরের খেলা বা না খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও, তিকশানা যে খেলবেন না, তা নিশ্চিত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকা জানিয়েছেন লঙ্কান স্পিনারের গ্রেড থি ইনুজির হয়েছে। সামনেই বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। 


আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial