সন্দীপ সরকার, কলকাতা: দুই ইনিংসের বিরতিতে দর্শক বিনোদনের জন্য চোখধাঁধানো ব্যবস্থা করেছে সিএবি (Eden Gardens)। ৬ মিনিটের লেজার শো। যা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা পৌনে ছটায়। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার ঠিক আগে।


কিন্তু শ্রীলঙ্কা ইনিংস নির্ধারিত সময়ের অনেক আগে, ৬২ বল বাকি থাকতে শেষ হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন সিএবি কর্তারা। ঘড়িতে তখন সাড়ে চারটে। দিনের আলো নিভে যাওয়ার আগেই অল আউট শ্রীলঙ্কা (Ind vs SL)। কিন্তু আঁধার না নামলে লেজার শো হবে কী করে?


অগত্যা, লেজার শো পিছিয়ে দিতে হল সিএবি-কে। ম্যাচ শেষ হওয়ার পর হবে আলোর রোশনাইয়ের সেশন। দাসুন শনাকারা অল আউট হয়ে যেতেই যা ঘোষণা করে দেওয়া হল মাঠের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে।


ভারতীয় বোলারদের দাপট দেখে বাংলার ক্রিকেট কর্তাদের মনে পড়ে যাচ্ছিল সচিন তেন্ডুলকরের ১৯৯তম টেস্ট ম্যাচের কথা। মাস্টার ব্লাস্টারকে বরণ করার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছিল সিএবি। যার মধ্যে অন্যতম ছিল, চতুর্থ দিন হেলিকপ্টার থেকে ১৯৯ কেজি গোলাপের পাপড়ি ছড়ানো। কিন্তু ভারত-ওয়েস্ট ইন্ডিজের সেই টেস্ট আড়াই দিনে শেষ হয়ে যাওয়ায় পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। বৃহস্পতিবার পরিকল্পনা বাতিল না হলেও, কিছুটা ধাক্কা তো খেলই। বিশেষ করে খেলা শেষ হয়ে যাওয়ার পর লেজার শো দেখতে মাঠে দর্শক থাকবেন কি না, তা নিয়ে সংশয়ে সিএবি কর্তারাও।


ইডেনে টস জিতে প্রথম ব্যাটিং নিয়েছিলেন দাসুন শনাকা। শ্রীলঙ্কার অধিনায়ক পরিচিত ছকেই হেঁটেছিলেন। কারণ, ইডেনে সাম্প্রতিক সময়ে প্রথমে ব্যাট করা দলই ম্যাচ জিতেছে। সেই কৌশলই নিতে চেয়েছিলেন শনাকা।


 






কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ধাক্কা খেল সেই পরিকল্পনা। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে টি-টেন ক্রিকেট চালু হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ১০ ওভার করে ইনিংস খেলে দুই দল। বৃহস্পতিবার ইডেনে ১০.২ ওভার বাকি থাকতে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা যে ফর্মে আছেন, তাতে যে লক্ষ্যপূরণ হওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়।


আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ