সন্দীপ সরকার, কলকাতা: তাঁর পঞ্চাশতম জন্মদিন ছিল। বুধবার বিকেলে কলকাতায় পৌঁছে হেড কোচের জন্মদিন পালনের তোড়জোড় সেরে ফেলেছিল ভারতীয় দল। বাইপাসের ধারে টিম ইন্ডিয়ার হোটেলে কেক কাটলেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটারেরা সকলে মিলে গাইলেন বার্থ ডে ক্যারল।


তখনও পর্যন্ত অনেকে ভাবেননি যে, 'বার্থ ডে বয়'কে নিয়ে আচমকা তৈরি হবে উদ্বেগ। বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক। তিনি রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেন। সিএবি-কে জানানো হয় যে, রাতেই কয়েকটি ওষুধ জরুরি ভিত্তিতে লাগবে। সেই কারণে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হয় টিমহোটেলে।


ভারতীয় শিবির সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল দ্রাবিড়ের। যে কারণে বাড়তি আশঙ্কা এড়াতে তড়িঘড়ি রক্তচাপ কমানোর ওষুধ খাওয়ানো হয় তাঁকে। তাতে কাজও হয়।


বৃহস্পতিবার ভারতীয় দল সামান্য দেরি করেই ইডেনে পৌঁছয়। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শুরু দুপুর দেড়টায়। টস একটায়। শ্রীলঙ্কা দল সাড়ে এগারোটায় মাঠে পৌঁছে যায়। ভারতীয় দল বেলা সোয়া বারোটায় ইডেনে আসে। জানা গেল, টিমহোটেলেই বৈঠক সেরে নিয়েছে টিম ইন্ডিয়া। দ্রাবিড়কে দেখা যায় দলের সঙ্গেই মাঠে আসতে। কিন্তু প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ যিনি বুক চিতিয়ে লড়াই করে দলকে জিতিয়ে দেওয়ার মতো ডাকাবুকো কাজ গোটা কেরিয়ারে বারবার করে এসেছেন, সেই দ্রাবিড়কে মাঠে আসা থেকে আটকানো যায়নি। তাই দলের সঙ্গেই ইডেনে এসেছেন তিনি। জানা গিয়েছে, উদ্বেগের কোনও কারম নেই। দ্রাবিড় সুস্থ।


 






সেই ইডেন, যেখানে স্টিভ ওয়র অস্ট্রেলিয়ার অশ্বমেধ হ্যাঁচকা টানে থামিয়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ফলো অন করে অজিদের হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। আর সেই জয়ে ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে ভারতীয় দলের পাল্টা লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন দ্রাবিড়। পয়মন্ত ইডেনে যাঁর প্রশিক্ষণে শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার।


আরও পড়ুন: ফিল্ডারের থ্রোয়ে সজোরে পায়ে আঘাত, মাঠে এ কী করলেন আলিম দার!