সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দাসুন শনাকাদের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। ক্রিকেট উন্মাদনার জ্বর আছড়ে পড়ার কথা শীতের শহরে (Ind vs SL)।


কিন্তু তবু, উন্মাদনায় যেন কিছুটা ভাটা পড়ল বুধবার। ম্যাচের চব্বিশ ঘণ্টাও বাকি নেই। গুয়াহাটি থেকে দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন ভারতীয় ক্রিকেটারেরা। বিমানবন্দর থেকে সোজা বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা।


অথচ দেখা মিলল না তাঁর। গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে ব্যাটের শাসনে দলকে ম্যাচ জিতিয়েছেন। কলকাতা অপেক্ষা করেছিল বিরাট-দর্শনের। কিন্তু বিমানবন্দর থেকে রোহিত, হার্দিক, যুজবেন্দ্র চাহাল, কে এল রাহুলরা একে একে বেরিয়ে টিম বাসে উঠলেও, দেখা নেই তাঁর।


তিনি, বিরাট কোহলি, কোথায়?                                        


ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, দলের সঙ্গে বুধবার কলকাতায় আসেননি বিরাট। কিন্তু কেন?


কারণ, বুধবার, ১১ জানুয়ারি কন্যা ভামিকার জন্মদিন। মেয়ের দ্বিতীয় জন্মদিন সেলিব্রেট করতে গুয়াহাটি থেকেই মুম্বই উড়ে গিয়েছেন কোহলি। এদিন মেয়ের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন কোহলি। যদিও, এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেনি বিরুষ্কা জুটি। তাই ভামিকাকে ছবিতে দেখা যাচ্ছে পিছন থেকে। বিরাটের কোলের ওপর শুয়ে। বিরাট লিখেছেন, 'আমার হৃদস্পন্দনের বয়স ২'।


অনুষ্কা তখন সন্তানসম্ভবা। ভারত টেস্ট সিরিজ খেলছিল অস্ট্রেলিয়ার। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে দাঁড়াতে দেশে ফিরে এসেছিলেন কোহলি। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। কোহলি যদিও জানিয়েছিলেন, এইরকম মুহূর্ত জীবনে একবারই আসে আর তিনি তা উপভোগ করতে চান। মেয়ের জন্মদিনও তাই উদযাপন করার সুযোগ ছাড়েননি কোহলি।


কলকাতায় ভারতীয় দলের সঙ্গে থাকা সিএবি কর্তা গৌতম মুখোপাধ্যায় জানালেন, বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে কলকাতায় পৌঁছবেন কোহলি। তারপরই তিনি নেমে পড়বেন ম্যাচ খেলতে।


দুপুর দেড়টায় ম্যাচ। টস একটায়। ভারতীয় দল মাঠে পৌঁছে যাবে বেলা বারোটা নাগাদ। সকালেই কলকাতায় পৌঁছে কোহলির ম্যাচ খেলার ব্যাপারে কোনও সংশয় নেই। বরং ভক্তরা মনে করছেন, মেয়ের জন্মদিন কাটিয়ে মানসিকভাবে তরতাজা কোহলি ইডেনে ব্যাট হাতে ফের আগুন জ্বালবেন। ছারখার করে দেবেন শ্রীলঙ্কা বোলিংকে।


আরও পড়ুন: পন্থ আইপিএলে নেই, দিল্লির নতুন অধিনায়কের নাম ঘোষণা শীঘ্রই, এবিপি লাইভের প্রশ্নে বললেন সৌরভ