কলম্বো: নিয়মরক্ষার ম্য়াচ। সিরিজ আগেই মুঠোয় এসে গিয়েছিল। কিন্তু তাতেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চায়নি ভারতীয় দল। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ব্যাটিং ব্যর্থতা দেখা গেল। একমাত্র পৃথ্বী শ ও অভিষেক হওয়া সঞ্জু স্যামসন বাদ দিয়ে কেউই সেভাবে রান করতে পারলেন না। তার ওপর আবার ম্যাচে তাল কাটল বৃষ্টি। প্রথম ইনিংস শেষে সব উইকেট হারিয়ে বোর্ডে ২২৫ রান তুলল শিখর ধবনের দল।
এদিন ভারতীয় দলে মোট ৫ জন অভিষেক করেন এই ম্যাচে। সঞ্জু স্যামসন, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, চেতন সাকারিয়া ও নীতিশ রানা। এরা প্রত্যেকেই ওয়ান ডে ফর্ম্যাটে নিজেদের প্রথম ম্য়াচ এদিন খেলতে নেমেছিলেন জাতীয় দলের জার্সিতে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শিখর ধবন। ওপেনিংয়ে আগের ২ ম্যাচে ভাল ব্যাটিং করলেও এদিন মাত্র ১৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ধবন। তবে পৃথ্বী তাঁর চেনা ছন্দেই ছিলেন। অভিষেককারী সঞ্জুকে নিয়ে এদিন স্কােরবোর্ড সচল রাখার চেষ্টা করেন তিনি। ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ৪৯ রানের ইনিংস খেলেন পৃথ্বী। অন্য়দিকে প্রথম ওয়ান ডে খেলতে নেমে ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেন স্যামসন।
এদিন ভারতীয় ব্যাটিংয়ের মাঝেই বৃষ্টি নামে। তার জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধও রাখা হয়। আউটফিল্ড পুরো ঢাকা ছিল বেশ কিছু সময়। এরপর খেলা শুরু করলেও ওভার কমিয়ে আনা হয়। ৫০ ওভারের বদলে ম্যাচ ৪৭ ওভার পার সাইড করা হয়। যদিও খেলা ফের শুরু হওয়ার পর আর ব্যাটিংয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। লোয়ার অর্ডারে কেউই সেভাবে রান পাননি। ৪০ রান করেন সূর্যকুমার ও ১৯ রান করেন হার্দিক। অভিষেক ম্যাচে ব্যাট হাতে রান পেলেন না নীতিশ রানা। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানের সংগ্রহ এই ম্যাচে মাত্র ৭। ধারাবাহিকভাবে উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই ৪৩.১ ওভারে অল আউট হয়ে যায় ভারত।