ডাম্বুলা: শ্রীলঙ্কা সফরের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Ind vs SL)। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্বীপরাষ্ট্রের দলকে ৩৪ রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে মাত্র ১৩৮ রান তোলার পরেও ৩৪ রানের বেশ বড় ব্যবধানে সহজ ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে সিরিজে ১-০ লিড নিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।
ভারতের জয়ে ব্য়াট হাতে সবচেয়ে বড় অবদান জেমাইমা রডরিগেজের। ২৭ বলে ৩৬ রান করে ম্যাচ সেরা হয়েছেন তিনিই।কঠিন পিচে যখন বেশিরভাগ ব্যাটারই বল টাইম করতে সমস্যায় পড়ছিলেন, তখন পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে জেমাইমাই ভারতীয় দলকে ভদ্রস্থ রান তুলতে সাহায্য করেন। কঠিন পিচ হলেও জেমাইমার দাবি, তিনি এমন পিচে খেলতে অভ্যস্ত। ম্যাচের শেষে ভারতীয় তারকা বলেন, ‘আমি মুম্বইয়ে যেখানে থাকি, সেখানকার পিচগুলিও অনেকটা একইরকম। তাই এমন পরিবেশে খেলতে আমি অভ্যস্ত। এই দেশে খেলাটাও কিন্তু আমার ভীষণ পছন্দের।’
ব্যাট হাতে ভারতীয় দলের শুরুটাই ভাল হয়নি। পাওয়ার প্লে-তে ২ উইকেটের বিনিময়ে মাত্র ৩২ রানই তোলে ভারত। জেমাইমার প্রশংসা করলেও, অধিনায়ক হরমনপ্রীত মেনে নিচ্ছেন ভারতীয় দলের পাওয়ার প্লে-তে আরও ভাল ব্যাট করার প্রয়োজন। হরমনপ্রীত বলেছেন, ‘অনেক সময়ই পরিকল্পনামতো অনেক কিছু হয় না। তবে আমাদের দিকে যেসব ক্রিকেটাররা ম্যাচটা ঘুরিয়েছে, বিশেষত জেমাইমার প্রশংসা প্রাপ্য। ওর ব্যাটিংয়ের পর বোলাররাও দারুণ পারফর্ম করেছে। শুরুর দিকে আমরা অনেক উইকেট হারাচ্ছি। পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভারে আমাদের ব্যাটিংয়ের অনেকটাই উন্নতি করতে হবে।’
আরও পড়ুন: বিরাট ধাক্কা ভারতের জুনিয়র মহিলা ফুটবল দলের, ইতালির কাছে ৭-০ গোলে হার