বেঙ্গালুরু: প্রথম ইনিংসে ৯২ রান করেছিলেন। ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় ইনিংসেও নিজের জাত চিনিয়ে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছেন। আর এর সঙ্গে সঙ্গেই টেস্টে বিরল নজির গড়লেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নজির মুম্বইয়ের ব্যাটিং তারকার। 

আসলে গোলাপি বলের টেস্ট এর আগে ভারতের মাটিতে ২ বার হলেও। এই প্রথমবার দিন রাতের টেস্টে খেলতে নেমেছিলেন শ্রেয়স। আর প্রথমবার এই টেস্ট খেলতে নেমেই ২ ইনিংসে জোড়া অর্ধশতরান হাঁকালেন শ্রেয়স। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়লেন তিনি। 

ক্রিকেট বিশ্বের যদিও চতুর্থ ব্যাটার হিসেবে এই নজির গড়লেন শ্রেয়স। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ড্যারেন ব্র্যাভো গোলাপি বলের টেস্টে ২ ইনিংসে করেছিলেন যথাক্রমে ৮৭ ও ১১৬। স্টিভ স্মিথ করেছিলেন ব্রিসবেনে পাকিস্তানের বিরুদ্ধে ১৩০ ও ৬৩। তৃতীয় ব্যক্তিটি মার্নাস লাবুশেন। তিনি তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত ২ বার এই নজির গড়েছেন। প্রথমবার ২০১৯ সালে পার্থ টেস্টে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে করেছিলেন ২ ইনিংসে ১৪৩ ও ৫০। আর গত বছর অ্যাডিলেডে ইংল্য়ান্ডের বিরুদ্ধে করেছিলেন ১০৩ ও ৫১। 

এদিকে, গোলাপি বলে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে। মাত্র দু'দিনের মধ্যে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছেন রোহিত শর্মারা। এখনও শ্রীলঙ্কার চেয়ে ৪১৮ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে বসেছে সফরকারী দল। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ২৮ রান। অলৌকিক কিছু না হলে এখান থেকে শ্রীলঙ্কার পক্ষে ম্যাচ বাঁচানো কার্যত অসম্ভব ।

গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে ভারত (Ind vs SL)। রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংসে ২৫২ রানের জবাবে মাত্র ১০৯ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে রবিবার ৩০৩/৯ স্কোরে ডিক্লেয়ার দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৮/১।