দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের পর, আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (IND vs SL)। এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে হলে আজ শ্রীলঙ্কা ও পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। কার্যত মরণ বাঁচন ম্যাচে তাই ভারতের কাছে ভুল করার খুব বেশি জো নেই। এমন পরিস্থিতিতে গত ম্যাচের থেকে কয়েকটি জিনিস শুধরে নিতে বিশেষভাবে তৎপর হবে টিম ইন্ডিয়া।


মিডল অর্ডারে বড় ইনিংস


গত ম্যাচে পাওয়ার প্লেতে রোহিত শর্মা ও কেএল রাহুল ভারতের হয়ে শুরুটা দারুণভাবে করেছিলেন। প্রথম ছয় ওভারেই ভারতের এক উইকেট হারিয়ে ৬২ রান তুলে ফেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু একসময় ভারত অনেক বড় রান করবে মনে হলেও, ২০০-র গণ্ডিও পার করতে পারেনি টিম ইন্ডিয়া। এর পিছনে মূলত দলের মিডল অর্ডারের ব্যর্থতা। সূর্যকুমার যাদব (১৩ রান), ঋষভ পন্থ (১৪ রান), হার্দিক পাণ্ড্য (০) বা দীপক হুডা (১৬ রান), কেউই না বড় রান করতে পরেছেন, না দ্রুত গতিতে রান তুলতে পেরেছেন। সেই কারণেই ভারতীয় দলের রান কিছুটা কম হয়। টিম ম্যানেজমেন্ট চাইবে শ্রীলঙ্কা ম্যাচে মিডল অর্ডার ব্যাটাররা যাতে আরও দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলেন।


'ডেথ বোলিং'


গত ম্যাচে 'ডেথ ওভার'-এ বোলিংটাও ভারতীয় দলের চিন্তার একটি কারণ বটে। শেষ ছয় ওভারে ভুবনেশ্বর কুমাররা ৬৪ রান খরচ করেন। ভুবনেশ্বর নিজেই ১৯তম ওভারে ১৯ রান দেন। শেষের ওভারগুলোয় এমন বোলিং করলে আবারও চাপে পড়তে হতে পারে টিম ইন্ডিয়াকে। তাই এই ম্যাচে শেষের ওভারগুলিতে আরও ভাল বোলিং করার লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় দল। গুরুদায়িত্ব থাকবে দলের সবথেকে অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমারের কাঁধে। ভুবনেশ্বর এই টুর্নামেন্টেরই বিগত ম্যাচগুলিতে ভাল বোলিং করেছিলেন। গত ম্যাচে প্রচুর রান খরচ করলেও, সেই স্মৃতি ভুলে আবারও নিজের পুরনো ছন্দে ফিরে আসতে বদ্ধপরিকর হবেন ভারতীয় তারকা বোলার।


যুজবেন্দ্র চাহালের ফর্ম


এই টুর্নামেন্টে এখনও যুজবেন্দ্র চাহালকে নিজের সেরা ফর্মে দেখায়নি। পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেট নিলেও চার ওভারে ৪৩ রান দেন ভারতের তারকা স্পিনার। টি-টোয়েন্টি ফর্ম্যাটে লেগ স্পিনার সবসময়ই যে কোনও দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাহালের ছন্দে না থাকা এখনও অবশ্য ভারতকে খুব বেশি বিপাকে ফেলেনি। তবে টুর্নামেন্ট জয় এবং অবশ্যই আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়া চাইবে দলের তারকা স্পিনার যেন ফর্মে ফিরে আসেন। চাহাল আজ নিজের সেরা ফর্ম দেখাতে পারেন কি না, সেই দিকে কিন্তু সকলেরই বাড়তি নজর থাকবে।


আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ব্যাটিং ভারতের, প্রথম একাদশে অশ্বিন