ধর্মশালা: একটাই সিরিজে ২০৪ রান। এবং সেটাও একবারও আউট না হয়ে। ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজে রেকর্ড গড়ে ফেললেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পরপর তিন টি-টোয়েন্টি ম্যাচে হাফসেঞ্চুরি করলেন মুম্বইয়ের তারকা। শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ জিতল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া। আর দলের জয়ে নায়ক শ্রেয়স। ৪৫ বলে অপরাজিত ৭৩ রান করলেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক। ম্যাচের পাশাপাশি সিরিজেরও সেরা হলেন।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ১৪৬/৫। মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই দুরমুশ করে দিল প্রতিপক্ষকে।
২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই টি-টোয়েন্টি সিরিজে ২১৭ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের নজির। তাঁর ঠিক পরেই দু'নম্বরে শ্রেয়স। ভারতীয়দের মধ্যে তাঁর কীর্তিই সেরা।
ম্যাচ আলাদা। মাঠ আলাদা। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের দাপট অব্যহত। রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে (Ind vs SL) ফের ছন্দে দেখা গেল ভারতীয় বোলারদের। শ্রীলঙ্কার টপ অর্ডারকে জোরাল ধাক্কা দেন মহম্মদ সিরাজ, আবেশ খানরা। তবু, রবিবার, নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। ৩৮ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৪৬/৫।
শুরুতেই শ্রীলঙ্কার দুই ওপেনারকে ফিরিয়ে দেন আবেশ ও সিরাজ। একটা সময় ১২.১ ওভারে ৬০/৫ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন শনাকা। মাত্র ৩৮ বলে ৭৪ করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও জোড়া ছক্কা। ভারতীয় বোলারদের মধ্যে দুই উইকেট আবেশের। একটি করে উইকেট সিরাজ, হর্ষল ও রবির।
শ্রেয়সের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে শ্রীলঙ্কার বোলাররা খড়কুটোর মতো উড়ে গেলেন।