মোহালি: তাঁদের সম্পর্ক নিয়ে অনেকরকম জল্পনা। তবে শততম টেস্টে খেলতে নামা বিরাট কোহলিকে (Virat Kohli) বিশেষ সম্মান জানিয়ে মন জিতে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।


প্রথম দিনে ব্যাট করতে নামার সময় মোহালির দর্শকরা ‘কোহলি কোহলি’ জয়ধ্বনিতে মাঠ মুখরিত করে তুলেছিল। ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড়ের হাত দিয়ে বিশেষ স্মারকও দেওয়া হয়েছিল কোহলিকে। এবার দ্বিতীয় দিনে ভারতীয় দল বোলিং করতে নামলে কোহলিকে ‘গার্ড অফ অনার’ দিয়ে মাঠে স্বাগত জানালেন রোহিত শর্মা-সহ গোটা ভারতীয় দল। কোহলি আগে মাঠে নেমে গেলেও অধিনায়ক রোহিত তাঁকে ‘গার্ড অফ অনার’ দেবেন বলেই আবার মাঠে ঢুকতে অনুরোধ করেন।


সতীর্থদের থেকে পাওয়া সম্মানে উচ্ছ্বসিত তো বটেই, খানিকটা লজ্জিতও দেখায় কোহলিকে। মাথা নিচু করে তিনি সকলের শুভেচ্ছা গ্রহণ করেন। রোহিতের সঙ্গে করমর্দন করে তাঁকে আলাদাভাবে ধন্যবাদ জানাতেও দেখা যায় কোহলিকে।



রোহিত-কোহলির সম্পর্কের টানাপোড়েন বহুল চর্চিত। তবে শনিবারের ঘটনা সেইসব বিতর্ককে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিল। শততম ম্যাচে কোহলি প্রথম ইনিংসে ৪৫ রান করেন, ভারত তোলে ৫৭৪ রান।


শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের দাপট চলছে। কার্যত কোণঠাসা লঙ্কা বাহিনী। তবে এই টেস্টে বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর অশ্বিন (R Ashwin)। আর তিনটি উইকেট নিলেই তিনি কিংবদন্তি কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভেঙে দেবেন।


শনিবার, টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে প্রথমে ব্যাট হাতে ৬১ রানের ইনিংস খেলে ভারতকে ৫৭৪ রান তুলতে সাহায্য করেন অশ্বিন। তারপর দিনের শেষে শ্রীলঙ্কা (Ind vs SL) ব্যাট করতে নামলেও বল হাতে ভেল্কি দেখালেন ভারতীয় অফস্পিনার। দুই উইকেট তুলে নিয়ে তিনি টপকে গেলেন স্যার রিচার্ড হ্যাডলিকে (Richard Hadlee)।


শ্রীলঙ্কা ওপেনার লাহিরু থিরিমান্নেকে প্রথমে ১৭ রানে এলবিডব্লিউ করে দেন অশ্বিন। এরপর শেষ বেলায় ধনঞ্জয় ডি'সিলভাও তাঁকে সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হন। ডি'সিলভাকে আউট করেই টেস্টে হ্যাডলির উইকেট সংখ্যাকে টপকে গেলেন অশ্বিন। হ্যাডলি ৮৬ টেস্টে ৪৩১টি উইকেট নিয়েছিলেন। নিজের ৮৫তম টেস্ট খেলা অশ্বিনের এটি ছিল ৪৩২তম উইকেট। 


অশ্বিন এই ম্যাচে আর একটি উইকেট নিলেই শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথের ৪৩৩টি টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়ে ফেলবেন। পাশপাশি টেস্ট ক্রিকেটে সর্বকালীন সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারের তালিকাতেও প্রথম দশে সামিল হয়ে যাবেন। তবে শুধু তাই নয়, এই ম্যাচেই কিংবদন্তি কপিল দেবের ৪৩৪ উইকেটের রেকর্ড ভেঙে, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া ভারতীয় বোলার হওয়ারও হাতছানি রয়েছে অশ্বিনের সামনে।টেস্টের বাকি তিন দিন কিন্তু শুধু উইকেট নয়, রেকর্ডের পিছনেও ছুটবেন অশ্বিন।