IND vs WI, 2nd Test LIVE: নিয়ন্ত্রিত বোলিং ভারতীয় বোলারদের, চাপে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা

ndia vs West Indies, Day 2 Live Score: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর অশ্বিনের ব্যাটিং রেকর্ড দুর্দান্ত। ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। কেরিয়ারের ১৪তম টেস্ট অর্ধশতরান হাঁকালেন অশ্বিন।

ABP Ananda Last Updated: 23 Jul 2023 12:29 AM
IND vs WI Live: নিয়ন্ত্রিত বোলিং ভারতীয় বোলারদের, চাপে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা

নিয়ন্ত্রিত বোলিং ভারতীয় বোলারদের। চাপ বাড়ছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের উপর। ৮৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তুলেছেন ১৭৪ রান।

IND vs WI Live Score: তৃতীয় উইকেটের পতন ক্যারিবিয়ানদের

বহু প্রতীক্ষিত ঝটকা দিলেন ভারতীয় বোলাররা।  তৃতীয় উইকেটের পতন ক্যারিবিয়ানদের। অশ্বিনের বলে বোল্ড ক্রেগ ব্রেথওয়েট।

IND vs WI Live: ধীরে ধীরে ফর্মে ফিরছেন ভারতীয় বোলাররা

ধীরে ধীরে ফর্মে ফিরছেন ভারতীয় বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের স্কোর বোর্ড সচল রাখতে নিয়মিত ব্যবধানে চার হাঁকাতে হবে ব্রেথওয়েট বা জার্মেইন ব্ল্যাকউডকে।

IND vs WI Live Score: মাটি কামড়ে লড়াই ব্রেথওয়েট-ব্ল্যাকউডের

মাটিব্ল কামড়ে একদিকে পড়ে ব্রেথওয়েট। চাপে ভারতীয় বোলাররা। জার্মেইন ব্ল্যাকউডও অন্য প্রান্তে দাঁড়িয়ে লড়াই দিচ্ছেন। ড্রিঙ্ক ব্রেকে ২৯৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

IND vs WI Live: ফের শুরু খেলা, অর্ধ শতরান ক্রেগ ব্রেথওয়েটের

বৃষ্টি থেমে যাওয়ায় ফের শুরু খেলা। ক্রিজে নেমেই ফর্মে প্রত্যাবর্তন ক্রেগ ব্রেথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউডের। এটা টেস্টে তাঁর দ্বিতীয় ধীর গতির অর্ধ শতরান। ১৭০ বল খেলে এল অর্ধ শতরান। 

IND vs WI Live Score: পিচ থেকে ঢাকা সরিয়ে নেওয়ার পর ফের শুরু বৃষ্টি !

কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে যাওয়ায় পিচ থেকে ঢাকা সরিয়ে দেওয়া হয়। কিন্তু, ফের বৃষ্টি শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আবার পিচে কভার দেওয়া হয়েছে।

IND vs WI Live: বৃষ্টিতে থমকে টেস্ট

বৃষ্টিতে থমকে টেস্ট। ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১১৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের থেকে এখনও ৩২১ রান পিছিয়ে ক্যারিবিয়ানরা।

IND vs WI Live Score: কির্ক ম্যাকেঞ্জির সিঙ্গলের হাত ধরে ১০০ রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ

কির্ক ম্যাকেঞ্জির সিঙ্গলের হাত ধরে স্কোর বোর্ডে ১০০ রান তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। 

IND vs WI Live: আজ কি ক্যারিবিয়ান ব্যাটারদের কেরামতি ? নাকি, দাপট দেখাবেন ভারতীয় বোলাররা ?

৮৬ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের থেকে ৩৫২ রানে পিছিয়ে। এই পরিস্থিতিতে আজ কি ক্যারিবিয়ান ব্যাটাররা কেরামতি দেখাবেন ? নাকি, দাপট দেখাবেন ভারতীয় বোলাররা ?

প্রেক্ষাপট

পোর্ট অফ স্পেন: পাঁচ বছর পর বিদেশের মাটিতে সেঞ্চুরি। এই ম্যাচ শুরুর আগেই সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি টেস্টে সেঞ্চুরি পাবেন কোহলি। আর গতকাল নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে শতরান হাঁকিয়ে ফেললেন কোহলি। বিশ্বের প্রথম ব্য়াটার হিসেবে পাঁচশো তম ম্যাচে এই নজির গড়লেন তিনি।


দিনের শেষে বিরাট জানান, ''আমি দারুণ উপভোগ করেছি ক্রিজে। নিজে একটা ছন্দে ছিলাম। আমি সবসময় চাপের মুখে ব্যাটিং করা। ক্রিজে সময় কাটানোটা উপভোগ করি। আমি এটাকে সুযোগ হিসেবে নিতে ভালবাসি। নিজের সেরাটা বের করে আনতে পারি।'' ৭৬ শতরানের মালিক আরও বলেন, ''আমি আমার সময় নিয়েছিলাম। ওদের বোলাররা ভাল জায়গায় বল করছিল। আউটফিল্ডও স্লো ছিল। তাই আমাকে সময় নিতে হচ্ছিল।'' 


পাঁচ বছর পর বিদেশের মাটিতে সেঞ্চুরি প্রসঙ্গে কোহলি বলেন, ''দলের স্বার্থে আমি সবসময় খেলতে চাই। রান করতে চাই। যখনই দলের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন পরবে, তখনই নিজের সেরাটা দিতে মরিয়া থাকি আমি। দেশের হয়ে ৫০০ ম্যাচ খেলতে পারছি, এটার জন্য আমি সৌভাগ্যবান। নিজের শরীরের খেয়াল রাখতে হয় আমাকে। নিয়মিত ডায়েট, পরিমিত ঘুম, শরীর চর্চা। সবকিছুতেই শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করি। সিঙ্গলস নেওয়ার সময় চেষ্টা করি ডাবলসে যাতে তা পরিণত করতে পারি।''


সেঞ্চুরি করে কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন কোহলি। কীভাবে? অনেকে মনে করেন, সচিনের একশো আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, তাহলে সেটা কোহলি। সচিন নিজেও একাধিকবার সেই কথাই বলেছেন। কোহলির শুক্রবারের সেঞ্চুরি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৬তম সেঞ্চুরি। সচিনকে স্পর্শ করতে গেলে এখনও ২৪ সেঞ্চুরি করতে হবে বিরাটকে। যে সংখ্যাটা নেহাত ছোট নয়। কোহলির সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।


তবে একটা বিষয়ে সচিনকে পেরোলেন কোহলি। কেরিয়ারের ৫০০তম ম্যাচ খেলার সময় সচিনের ঝুলিতে ছিল ৭৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি। বিরাটের সেখানে এতটা বেশি। ৭৬টি সেঞ্চুরি। তালিকায় তিন ও চার নম্বরে থাকা রিকি পন্টিং ও জাক কালিস অনেক পিছনে। পাঁচশোতম আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় পন্টিংয়ের ঝুলিতে ছিল ৬৮টি সেঞ্চুরি। পাঁচশোতম ম্যাচ খেলার সময় দক্ষিণ আফ্রিকার জাক কালিস করেছিলেন ৬০টি সেঞ্চুরি। সেক্ষেত্রে অভিনব ও বিরল এক কীর্তি গড়লেন কোহলি। পাঁচশোতম ম্যাচ খেলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করার নিরিখে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.