চেন্নাই: সদ্যই টি ২০ সিরিজে ২-১ ফলাফলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। সংক্ষিপ্ততম ফরম্যাটে সিরিজ জয়টা  সহজ হয়নি বিরাট কোহলি ব্রিগেডের। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভারত হেরে গিয়েছিল। সিরিজের তৃতীয় তথা নির্নায়ক ম্যাচে কে এল রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং দাপটে ভর করে জয়ী হয়েছিল ভারত। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের লড়াই। রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচ। টি ২০-র মতো একদিনের সিরিজেও জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাঠে নামবে মেন ইন ব্লু ব্রিগেড।
টি ২০ সিরিজে মেরুন ব্রিগেড তাদের পাওযার প্যাকড পারফরম্যান্সের ঝলক দেখিয়েছিল। তাদের মারমুখী ব্যাটিং সম্পর্কে সতর্ক থাকতে হবে ভারতকে। সিরিজ শুরুর আগে চোট-আঘাতের সমস্যা ভারতীয় দলে।টি ২০ সিরিজের আগেই ওপেনার শিখর ধবন চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। পেসার ভুবনেশ্বর কুমারও চোটের জন্য একদিনের সিরিজে খেলতে পারছেন না।
ধবনের জায়গায় দলে এসেছেন মায়াঙ্ক অগ্রবাল। ভুবনেশ্বরের জায়গায় এসেছেন শার্দূল ঠাকুর।
তবে এই চোট-আঘাতের সমস্যার বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ ভারতের টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ঘরের মাঠে সিরিজ, তাই সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। প্রথম একাদল বাছাইয়ের ক্ষেত্রে অধিনায়ক কোহলিকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
চেন্নাইয়ের পিচ এমনিতেই ঢিমে গতির। সেজন্য প্রথম একাদশে দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলকে খেলানো হয় কিনা, সেদিকে নজর থাকবে।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে টি ২০ সিরিজের ফর্ম ধরে রেখে ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার সুযোগ থাকছে। যদিও একদিনের ক্রিকেটে সম্প্রতি ক্যারিবিয়ান ব্রিগেডের ফর্ম ততটা উল্লেখযোগ্য নয়। ২০১৪-র আগস্টের পর ১৬ টি একদিনের সিরিজে তাদের পারফরম্যান্স একেবারেই উল্লেখযোগ্য নয়। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ড্র রাখতে পারাটাই তাদের কাছে একটা সাফল্য ছিল। তবে গতমাসে আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ সিরিজ জয় কিছুটা আত্মবিশ্বাস যোগাবে ক্যারিবিয়ান শিবিরে। প্রথমসারির ব্যাটসম্যান সাই হোপের দলে ফেরাটা তাদের কাছে ইতিবাচক বিষয় হয়ে উঠতে পারে।
একদিনের ক্রিকেটের লড়াইয়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ একে অপরের বিরুদ্ধে ৬২ টি করে ম্যাচ জিতেছে। গত দশক বা তার আগে থেকে দুই দলের ব্যবধান প্রকট হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠেই ২-০ হারিয়ে একদিনের সিরিজ জিতেছিল ভারত।