পোর্ট অফ স্পেন: রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মানে চারিদিকে উত্তেজনার মাঝেও মাথা ঠান্ডা রেখে নিজের কাজটা করে যাওয়া। দ্রাবিড় মানেই 'জেন্টালম্যান'। সেই দ্রাবিড়ই কিনা ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে (IND vs WI 1st ODI) নিজের আবেগ চেপে রাখতে পারলেন না।
শেষ ওভার থ্রিলার
শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রানের। অধিনায়ক শিখর ধবন এমন পরিস্থিতিতে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বল দেন। সিরাজ অন্তত আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে আগে এমন পরিস্থিতির মুখোমুখি হননি। ক্রিজে তখন দুই উইন্ডিজ ব্যাটার শেফার্ড ও আকিল হোসেন। দুই ব্যাটারই সেট। নাটকীয় ওভারে শেফার্ড সিরাজকে একটি চার মারলেও সিরাজ স্নায়ুর চাপ ধরে রাখতে সক্ষম হন। সঞ্জু স্যামসন দুরন্তভাবে ঝাঁপিয়ে পড়ে একটি চার বাঁচান। শেষমেশ তিন রানে ম্যাচ জিতে নেয় ভারত।
বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে শেষ ওভারে দুই ক্যাম্পের হাবভাব একই ফ্রেমে ধরা পড়ে। ভারতীয় ডাগ আউটের একেবারে পাশেই ছিল ওয়েস্ট ইন্ডিজের ডাগ আউটও। একদিকে যখন শেফার্ডের জন্য গলা ফাটাচ্ছিলেন উইন্ডিজ তারকারা। তখনই অন্যদিকে ভারতীয় ক্যাম্পে দাঁড়িয়ে ঈশান কিষাণ কিন্তু গোটা ওভার জুড়েই সিরাজের জন্য গলা ফাটান, তাকে উৎসাহিত করেন।
উত্তেজিত কথোপকথন
সিরাজের এই ওভার চলাকালীনই ডাগ আউটে বসা ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে বেশ উত্তেজিত দেখায়। তিনি দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের সঙ্গে দ্রাবিড়ের কথোপকথনের ভিডিও ক্যামেরাবন্দী করা হয়। শেষমেশ অবশ্য ম্যাচ শেষে আবার নিজের স্বভাবচিত শান্ত ভঙ্গিমায়ই ফিরে আসেন দ্রাবিড়। তবে কোচিং করা যে কতটা কঠিন কাজ, তা সাধারণত শান্ত স্বভাবের দ্রাবিড়ের এই উত্তেজিত হয়ে পড়ার ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
আরও পড়ুন: স্পিনার হয়েও 'ডেথ ওভারে' দুর্দান্ত বোলিং, কোচ দ্রাবিড়কেই কৃতিত্ব দিচ্ছেন চাহাল