পোর্ট অফ স্পেন: কুইন্স পার্ক ওভালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন রানে প্রথম ওয়ান ডেতে ওয়েস্ট ইন্ডিজকে (IND vs WI 1st ODI) মাত দিয়ে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। বল হাতে ফের একবার ম্যাচে নিজের জাত চিনিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।


বুমরা, শামিদের অনুপস্থিতিতে ভারতীয় দলে চাহালই সবচেয়ে অভিজ্ঞ বোলার। নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়েই বড় শট লাগাতে সক্ষম রভম্যান পাওয়েল এবং অর্ধশতরান করে ব্যাট করা সেট ব্রেন্ডন কিংকে সাজঘরে ফেরান তিনি। নির্ধারিত ১০ ওভার বল করে ৫৮ রান খরচ করে এই দুই উইকেট নিয়েছেন চাহাল। ৪৫তম ওভার বল করতে এসেও কিন্তু এতটুকুও ঘাবড়ে যাননি চাহাল। এর জন্য দলের কোচ, রাহুল দ্রাবিড়কেই (Rahul Dravid) কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় লেগ স্পিনার।


দ্রাবিড়ের ব্যাকিং


প্রথম ওয়ান ডে শেষে তিনি বলেন, 'কোচ সবসময় আমায় ব্যাক করেন। উনি আমায় নিজের দক্ষতাকে ব্যাক করতে বলেন এবং জানান যাই হয়ে যাক না কেন, দল সবসময় আমার পাশে আছে। যখন দলের কোচ এবং ম্যানেজমেন্ট কাউকে এতটা ব্যাক করে, এতটা ভরসা জোগায়, তখন সে সবসময়ই দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে।'


আইপিএলের অভিজ্ঞতা


কোচ দ্রাবিড়ের ব্যাকিংয়ের পাশাপাশি আইপিএলে শেষের ওভারগুলিতে নিয়মিত বল করাও তাকে সাহায্য করেছে বলেই জানাচ্ছেন চাহাল। 'আইপিএল থেকে আমার বোলিংয়ে বদলটা আসে। কারণ ওখানে তো আমি অনেকসময়ই ১৬, ১৭, ১৮ নম্বর ওভার বল করে থাকি। সুতরাং, সেই অভিজ্ঞতাটা আমায় আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার ভূমিকাটা খুবই স্পষ্ট ছিল। আমায় ৪০ ওভারের পর দল দুই-তিন ওভার বল করতে বলেছিল। সুতরাং, সেই বুঝেই আমি আগে থেকেই অনুশীলন করেছিলাম এবং দলের বোলিং কোচের সঙ্গেও এই বিষয়ে কাজ করেছি।' 


আরও পড়ুন: এক ফ্রেমে দুই কিংবদন্তি, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়