আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের শুরুটা ভালভাবে করল ভারতীয় ক্রিকেট দল। টসে জিতে আজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।


লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকজ্ঞাপন করে আজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। প্রয়াত সঙ্গীতশিল্পী ক্রিকেটের অনুরাগী ছিলেন। তিনি নিয়মিত ক্রিকেট ম্যাচ দেখতেন। সচিন তেন্ডুলকর সহ বহু ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও ছিল। সচিন, শিখর ধবনরা আজ লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচ জিতে প্রয়াত সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে চায় ভারতীয় দল।


আজকের ম্যাচের শুরুটা ভালভাবেই করে ভারতীয় দল। ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের ১৩ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে ফিরে যান শাই হোপ। তাঁকে আউট করে দেন মহম্মদ সিরাজ। এরপর ১২ ওভারে দলের ৪৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্র্যান্ডন কিং। এই ওভারের শেষ বলে ফের উইকেট নেন ওয়াশিংটন। এবার তাঁর শিকার হন ড্যারেন ব্র্যাভো (১৮)। নিকোলাস পুরান কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তবে ২০ ওভারের তৃতীয় বলে ১৮ রান করার পরেই যুজবেন্দ্র চাহলের বলে এলবিডব্লু হয়ে যান তিনি। পরের বলেই কোনও রান না করে আউট হয়ে যান কাইরন পোলার্ড। এরপর চাহলের তৃতীয় শিকার হন শামারা ব্রুকস (১২)। আকিল হোসেন কোনও রান করতে পারেননি। তাঁকে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। এরপর ফ্যাবিয়ান অ্যালেনক (২৯) ফিরিয়ে দেন ওয়াশিংটন। জেসন হোল্ডারকে (৫৭) ফেরান প্রসিদ্ধ। শেষ উইকেটটি নেন চাহল। তিনি ফিরিয়ে দেন আলজারি জোশেফকে (১৩)।