নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা হল ওয়েস্ট ইন্ডিজ দলের। আইসিসি ম্যাচ রেফারি এলিট প্যানেলের ডেভিড বুন কায়রন পোলার্ডের দলের ওপর জরিমানা চাপালেন। নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার কম বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ। এ জন্য আইসিসি-র আচরণ বিধির ২.২২ ধারা অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচের পর দায়স্বীকার করে নেন পোলার্ড এবং প্রস্তাবিত জরিমানা মেনে নেন। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দুই অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন ও শন জর্জ এবং থার্ড আম্পায়ার রডনি টাকার ও চতুর্থ আম্পায়ার অনিল চৌধুরী ওই অভিযোগ আনেন।
শিমরন হেটমেয়ার (১৩৯) ও শাই হোপ (অপরাজিত ১০২)-এর দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ আট উইকেটে জিতেছে। বুধবার বিশাখাপত্তনমে দুই দল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে।