নয়াদিল্লি: বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন কিংবদন্তী ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা। তিনি বললেন, ক্রিকেটের ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’ কোহলি। একইসঙ্গে কেএল রাহুলেরও তারিফ করেছেন প্রাক্তন স্টাইলিস বাঁহাতি ব্যাটসম্যান। তিনি বলেছেন, এই খেলোয়াড়ও কোহলির চেয়ে কম কিছু নন।
লারা বলেছেন, কোহলির যে দক্ষতা রয়েছে, তার সাহায্যে তিনি তাঁর ব্যাটিংকে ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম।
লারা আরও বলেছেন, কোহলি এখনও পর্যন্ত যে কৃতিত্ব অর্জন করেছেন, তার পিছনে রয়েছে নিবিড় প্রস্তুতি। আমার মনে হয় না যে কোহলি রোহিত শর্মা ও কে এল রাহুলের চেয়ে বেশি প্রতিভাধর। কিন্তু প্রস্তুতিই পার্থক্য গড়ে দিয়েছে। আমার মনে হয় ও ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনান্ডো।
লারা বলেছেন, কোহলির ফিটনেস লেভেল ও তাঁর মানসিক কাঠিন্য খুবই জোরাল। টেস্ট ক্রিকেটে ১২ হাজার রানের মালিক লারা মনে করেন, কোহলি যে কোনও সময়েরই সেরা দলে অন্তর্ভূক্ত হতে পারেন, তা ক্লাইভ লয়েডের ৭০ দশকের দল হোক বা ডন ব্র্যাডম্যানের ১৯৪৮-এর।
লারা বলেছেন, বিরাটের দক্ষতা অসাধারণ। যে খেলোয়াড়ের রানের গড় ৫০-এর বেশি, তাঁর মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু রয়েছে।