কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাঠেই টি-টোয়েন্টিতে দুরমুশ হতে হল ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান শিবিরকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের সামনে জেতার জন্য ১৫৮ রানের লক্ষ্য রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত।
শুরুটা করেছিলেন রোহিত শর্মা। মাত্র ১৯ বলে ৪০ রান করেন ভারত অধিনায়ক। ৪২ বলে ৩৫ করেন ঈশাণ কিষাণ। তবে রান পাননি বিরাট কোহলি। ১৭ রান করে ফেরেন। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রান যোগ করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার ১৮ বলে ৩৪ ও বেঙ্কটেশ ১৩ বলে ২৪ রান করে অপরাজিত রইলেন।
কিংবদন্তি অনিল কুম্বলের (Anil Kumble) কাছে তিনি তালিম পেয়েছেন। গত দুই মরসুমে আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছেন। রাজস্থানের লেগস্পিনার সেই রবি বিষ্ণোই (Ravi Bishnoi) আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করলেন। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হল তাঁর। এবং প্রথম ম্যাচেই বল হাতে নজর কাড়লেন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিলেন ২ উইকেট। তাঁর শিকারের ঝুলিতে রস্টন চেজ ও রভম্যান পাওয়েল। ইডেনে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলল রান। ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়াল রান। নৈশালোকে শিশির ভেজা পিচে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা সেই লক্ষ্য তাড়া করে সিরিজে এগিয়ে যেতে?
তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিস্ফোরক ক্রিকেটার। তাঁকে সমীহ করেন না, বিশ্বক্রিকেটে এরকম বোলার খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু বুধবার ওয়েস্ট ইন্ডিজের একের পর এক উইকেট পড়ছে, অথচ সেই কায়রন পোলার্ডকে (Kieron Pollard) ক্রিজে দেখা যাচ্ছে না।
অবশেষে সাত নম্বরে নামলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ধারাভাষ্যকারেরা বলাবলি করতে শুরু করলেন, বিপক্ষে দুই লেগস্পিনার বলেই কি দেরি করে নামছেন পোলার্ড? যাতে স্পিনারদের কোটা যতটা বেশি সম্ভব শেষ হয়ে যায়? আর ডেথ ওভারে পেসারদের বলে ব্যাটিং তাণ্ডব দেখাতে পারেন অধিনায়ক?
১৯ বলে ২৪ রানে অপরাজিত রইলেন পোলার্ড। ২টি চার ও একটি বিশাল ছক্কা মারলেন। তবে ভারতীয় শিবিরে ধাক্কাটা লাগল অন্যভাবে। পোলার্ডের জোরাল শটে চোট পেলেন ভারতের তিন ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার ও হর্ষল পটেল।
পোলার্ড ছাড়া রান পেয়েছেন নিকোলাস পুরান। ৪৩ বলে ৬১ রান করে ফেরেন তিনি। কাইল মেয়ার্স ২৪ বলে ৩১ রান করেছেন। ভারতীয় বোলারদের মধ্যে রবি ছাড়া ২ উইকেট হর্ষল পটেলের। একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও যুজবেন্দ্র চাহাল।
৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।