তাড়ৌবা: ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজেও সেই ছন্দ অব্যাহত রাখল টিম ইন্ডিয়া (Team India)। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ রানে উড়িয়ে দিল ভারত। সেই সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল। আর ভারতের জয়ের নায়ক হয়ে রইলেন দীনেশ কার্তিক। ডেথ ওভারে যাঁর ধুন্ধুমার ব্যাটিং ম্যাচের রং পাল্টে দিয়ে গেল। ম্যাচের সেরাও হয়েছেন ডিকে।


শুরুতে ব্যাটিং ঝড়


যাঁর নামাঙ্কিত স্টেডিয়াম, তিনি একজন কিংবদন্তি ব্যাটার। ক্রিকেট বিশ্বে ব্যাটিংয়ের একাধিক কোহিনূর রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। সেই ব্রায়ান লারার (Brian Lara) নামাঙ্কিত স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালালেন দুই ভারতীয়। প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma)। ইনিংস ওপেন করতে নেমে ৪৪ বলে করলেন ৬৪ রান। মেরেছেন ৭টি চার ও জোড়া ছক্কা। শেষে দীনেশ কার্তিক (Dinesh Karthik)। যিনি ১৯ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংস সাজানো ৪টি চার ও জোড়া ছক্কায়। দুই তারকার ব্যাটিং প্রলয়ে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত তুলেছিল ১৯০/৬।


প্রথমে ফিল্ডিং ওয়েস্ট ইন্ডিজের


টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন সূর্যকুমার যাদব। তবে ১৬ বলে ২৪ রানে আউট হয়ে যান সূর্যকুমার। রান পাননি শ্রেয়স আইয়ার (০), ঋষভ পন্থ (১৪), হার্দিক পাণ্ড্য (১) ও রবীন্দ্র জাডেজা (১৬)। শেষ দিকে আর অশ্বিন ১০ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আকিল হোসেন ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। তিনিই একমাত্র কৃপণ বোলিং করেন।


১২২ রানে থামল লড়াই


রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২২/৮ স্কোরে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে সেরা আর অশ্বিন। ৪ ওভারে ২২ রানে নিলেন ২ উইকেট। ২ ওভারে ১১ রানে ১ উইকেট ভুবনেশ্বর কুমারের। ২টি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই ও অর্শদীপ সিংহও। ওয়েসল্ট ইন্ডিজ ব্যাটারদের মধ্যে শামার ব্রুকস সর্বোচ্চ ২০ রান করেন।


নেই রাহুল


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। বিসিসিআইয়ের তরফে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে রাহুলের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হয়। পাশাপাশি ভারতীয় নির্বাচক দলের তরফে তারকা ব্যাটারের বদলিও ঘোষণা করে দেওয়া হয়। বিবৃতিতে লেখা, 'কেএল রাহুলের নাম প্রথমে স্কোয়াডের মধ্যে ঘোষণা করা হয়েছিল। এই সিরিজে ওর অংশগ্রণটা ফিটনেসের উপরই নির্ভরশীল ছিল। ব্যাটার গত সপ্তাহে করোনা আক্রান্ত ধরা পড়েন এবং তারপরেই মেডিক্যাল দল তাকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছে।'


আরও পড়ুন: ব্যাডমিন্টনে ঝড় সিন্ধু-শ্রীকান্তদের, পাকিস্তানকে দাঁড়াতেই দিল না ভারত