বার্মিংহাম: ভারতীয় ক্রীড়ার ইতিহাসে এরকম দিন কমই এসেছে। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একের পর এক খেলায় চূর্ণ করে বিজয়ধ্বজা উড়িয়ে চলেছে ভারত (Ind vs Pak)। বক্সিংয়ে শিবা থাপার পাকিস্তানের প্রতিপক্ষকে হেলায় হারানোর দিনই ব্যাডমিন্টন কোর্টেও শাসন চলল ভারতের। পাকিস্তানকে ৫-০ হারাল ভারত। স্ট্রেট গেমে ম্যাচ জিতে নিলেন পি ভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্তরা।


দলগত দাপট


শুরুটা করেছিলেন অশ্বিনী পোনাপ্পা ও এস রেড্ডির মিক্সড ডাবলস জুটি। বার্মিংহামের ন্যাশনাল এগজিবিশন সেন্টারে ২১-৯, ২১-১২ স্ট্রেট গেমে হারান পাক প্রতিপক্ষদের। পরের লড়াইটা ছিল পুরুষ সিঙ্গলসে। কিদাম্বি শ্রীকান্ত সেই ম্যাচে ২১-৭, ২১-১২ স্ট্রেট গেমে জিতে ভারতকে ২-০ এগিয়ে দেন। পরের ম্যাচে মুর শেহজাদকে ২১-৭, ২১-৬ স্ট্রেট গেমে হারান পি ভি সিন্ধু। চতুর্থ ম্যাচে এস রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি ২১-১২, ২১-৯ স্ট্রেট গেমে হারায় মুরাদ আলি ও মহম্মদ আই এস ভাট্টি জুটিকে। শেষ ম্যাচে গায়ত্রী গোপীচন্দ ও ত্রিশা জুটি ২১-৪, ২১-৫ স্ট্রেট গেমে হারিয়ে দেন পাকিস্তানের মহম্মদ শেহজাদ ও জি সিদ্দিকিকে। সব মিলিয়ে ৫-০ ব্যবধানে পাকিস্তানকে দুরমুশ করে ভারত।


হকিতেও জয়


কমনওয়েলথ গেমস (Commonwealth Games) হকিতে ভারতের মহিলা দলের শুরুটা হল দুরন্তভাবে। প্রথম ম্যাচে ঘানাকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত (Ind vs Ghana)। জোড়া গোল করে ভারতের জয়ের কারিগর গুরজিৎ কৌর। দলের হয়ে বাকি তিন গোল করেছেন নেহা, সঙ্গীতা কুমারী ও সালিমা টেটে।


২০১৮ সালের কমনওয়েলথ গেমসে হকিতে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। তবে এবার আরও ভাল ফল করার জন্য মরিয়া মহিলা দল। এর আগে একবারই হকিতে ঘানার মুখোমুখি হয়েছিল ভারতের মহিলা দল। ২০১৪-১৫ সালে হকি ওয়ার্ল্ড লিগের সেই ম্যাচে ঘানাকে ১৩-০ গোলে চূর্ণ করেছিল ভারত। শুক্রবারও শুরু থেকে দাপট দেখায় ভারত। শেষ পর্যন্ত সবিতা পুনিয়ারা ৫-০ গোলে জয় পান।


আরও পড়ুন: পাকিস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে বক্সিংয়ের শেষ ষোলোয় পৌঁছে গেলেন শিবা থাপা