হায়দরাবাদ: আজ হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে আধিপত্য বজায় রাখাই লক্ষ্য ভারতের। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও টি ২০ সিরিজে ৩-০ জয়ী হয়েছিল বিরাট কোহলির দল। মেরুন ব্রিগেডের বিরুদ্ধে সিরিজে ফেভারিট হিসেবেই নামবে বিরাট কোহলির দল। কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ দলে নেই ক্রিস গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটার। নেই অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। তুলনামূলকভাবে অভিজ্ঞতার অভাব রয়েছে ক্যারিবিয়ান দলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত দুটি টি ২০ সিরিজেই ভারত জিতেছে।
আইসিসি-র টি ২০ ক্রমতালিকায় পাঁচ নম্বরে রয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ভারত ২-১ জিতলেও কয়েক জায়গায় ফাঁকফোকর দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পারফরম্যান্স আরও ভালো করার লক্ষ্য থাকবে মেন ইন ব্লু ব্রিগেডের। ভারতীয় দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল রয়েছে। বিরাট কোহলি, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামির মতো অভিজ্ঞরা দলে ফিরেছেন। এরইমধ্যে নির্বাচকদের নজর থাকবে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের দিকে। সম্প্রতি তাঁর পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা অনুযায়ী হয়নি। এ সত্ত্বেও নির্বাচকরা তাঁর ওপর আস্থা রেখেছেন।
দেখে নেওয়া যাক- এদিনের ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ
ওপেনার
রোহিত শর্মা ও কেএল রাহুল
রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে নামতে পারেন রাহুল। চোটের জন্য শিখর ধবন খেলতে না পারায় দলের প্রথম একাদশে জায়গা পাকা করার দিকে নজর থাকবে রাহুলের। কামব্যাক ম্যান সঞ্জু স্যামসন থাকতে পারেন রিজার্ভ বেঞ্চে।
মিডল অর্ডার
বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ
টি ২০ স্কোয়াডে ফিরেছেন ভারতের অধিনায়ক।সম্ভবত তিনি তাঁর পছন্দের তিন নম্বরেই নামবেন এবং ভারতের ইনিংসে অ্যাঙ্করের ভূমিকা পালন করবেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ভালো পারফর্ম করেছেন শ্রেয়স। কোহলির সঙ্গে মিডল অর্ডারে তিনিও থাকবেন বলে মনে করা হচ্ছে। এরসঙ্গে পন্থও মিডল অর্ডারেই খেলতে পারেন।
অলরাউন্ডার
রবীন্দ্র জাডেজা ও শিবম দুবে
লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়াবে রবীন্দ্র জাডেজা ও শিবম দুবের উপস্থিতি। তাঁরা দুজনেই ব্যাট হাতে দলের প্রয়োজন অনুযায়ী পারফর্ম করতে সক্ষম।
স্পিনার
যজুবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের অস্ত্র হয়ে উঠতে পারেন স্পিনাররা। কুলদীপ যাদব দলে ফেরায় কুল-চা জুটির প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখা যাবে বলে অনেকেই মনে করছেন। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটে ওয়াশিংটন সুন্দরের সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য কুলদীপকে ড্রেসিংরুমেই থাকতে হতে পারে। কারণ, জাডেজাও অন্যতম সেরা স্পিন বিকল্প।
ফাস্ট বোলার
ভুনেশ্বর কুমার, দীপক চাহর
ভারতের হাতে পেস বোলিং বিভাগে প্রচুর বিকল্প রয়েছে। দলে রয়েছেন অভিজ্ঞ শামি ও ভুবনেশ্বর। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে উইকেট তোলার ক্ষমতার প্রমাণ দিয়েছেন চাহর। সেজন্য ভুবনেশ্বরের সঙ্গে তাঁকেই দলে দেখা যেতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ-রোহিত, কোহলি, শ্রেয়স, ঋষভ, জাডেজা, চাহল, শিবম, ওয়াশিংটন, ভুবনেশ্বর, চাহর