নয়াদিল্লি: আজ ফ্লোরিডায় টি ২০ ম্যাচ দিয়ে প্রায় এক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
গত বছরের নভেম্বরে টি ২০ সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। এবার তাদের ঘরের মাঠে তিন ম্যাচের টি ২০ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল। যদিও ঘরের মাঠে টি ২০ সিরিজে ভারতের বিরুদ্ধে পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগাতে পারে ওয়েস্ট ইন্ডিজ শিবিরকে।
বিশ্বকাপের পর দুটি দল এই প্রথম মাঠে নামেছে। দুই দলের বেশ কয়েকজন তরুণ প্লেয়ার রয়েছেন। তাই এই সিরিজে তরুণ-ব্রিগেডের ভূমিকার দিকে নজর রাখছেন উভয় দলেই সমর্থকরা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি ২০ সিরিজে বোলিং বিভাগে কিছু নজির ও পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখলে রয়েছে জসপ্রিত বুমরাহর। ৫ ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছেন।
ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজে ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখলে রয়েছে ডোয়েন ব্র্যাভোর। ছয় ম্যাচ তাঁর সংগ্রহ সাত উইকেট।
ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ভারতের বিরুদ্ধে টি ২০ ম্যাচে সেরা বোলিং ডারেন সামির। পোর্ট অফ স্পেনে তিনি ১৬ রানে চার উইকেট নিয়েছিলেন।
ভারতীয় বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেরা বোলিং লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলের। কলকাতায় ১৩ রানে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ তে ভারতীয় বোলারদের মধ্যে সেরা ইকনমি রেট ইরফান পাঠানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি মাত্র ম্যাচ খেলেছেন তিনি। তাঁর বোলিংয়ে রানের গড় ছিল প্রতি ওভারে ৪.৫০।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ভারতের বিরুদ্ধে সবচেয়ে ভালো ইকনমি রেট (৫.১২) ডারেন সামির।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ: সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী, সেরা বোলিং ফিগার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2019 05:00 PM (IST)
আজ ফ্লোরিডায় টি ২০ ম্যাচ দিয়ে প্রায় এক মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
গত বছরের নভেম্বরে টি ২০ সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল। এবার তাদের ঘরের মাঠে তিন ম্যাচের টি ২০ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল।
India's Jasprit Bumrah makes a successful appeal for the wicket of South Africa's Andile Phehlukwayo during the ICC Champions Trophy match between South Africa and India at The Oval in London on June 11, 2017. / AFP PHOTO / Glyn KIRK / RESTRICTED TO EDITORIAL USE
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -