পোর্ট অফ স্পেন: দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ আজ মুখোমুখি হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI 2nd ODI)। প্রথম ম্যাচে মাত্র তিন রানে পরাজিত হওয়ার পর, এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যেই প্রথমে ব্যাট করে ভারতের সামনে বেশ বড় রানের টার্গেট রাখল উইন্ডিজরা।


এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। আগ্রাসী মেজাজে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা বেশ ভালই করেছিলেন কাইল মেয়ার্স। শাই হোপের (Shai Hope) সঙ্গে মিলে ওপেনিংয়ে ৬৫ রান যোগও করেন তিনি। তবে ৩৯ রানেই তার ইনিংস থামিয়ে দেন দীপক হুডা। শামরা ব্রুকসও শুরুটা ভাল করেছিলেন। তবে অক্ষর পটেল তাকে ৩৫ রানে ফেরান। পরের ওভারে ব্রেন্ডন কিংকে শূন্য রানেই সাজঘরের রাস্তা দেখান যুজবেন্দ্র চাহাল।


হোপের শতরান


এমন পরিস্থিততে শাই হোপকে সঙ্গ দিতে ক্রিজে আসেন অধিনায়ক পুরান। শুরুটা একটু দেখেশুনে করে ধীরে ধীরে ইনিংস গড়েন তিনি। হোপের সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন, নিজের অর্ধশতরানও পূর্ণ করেন। তবে যখনই মনে হচ্ছিল হোপ ও পুরান ওয়েস্ট ইন্ডিজকে বিরাট রানের দিকে নিয়ে যাবেন, তখনই ৭৪ রানে পুরানকে আউট করেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তবে পুরান আউট হলেও, হোপ কিন্তু থামেননি। নিজের শততম ওয়ান ডে ম্যাচ খেলা হোপ শতরান করে ফেলেন। এটি তার ওয়ান ডে কেরিয়ারের ১৩তম শতরান।


ভারতের সামনে বড় টার্গেট


১০ম ব্যাটার হিসাবে ১০০তম ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন হোপ। তার চওড়া ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজ ৩০০-র গণ্ডি পার করল। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোর ৩১১/৬। শেষমেশ ১১৫ রানে আউট হন হোপ। টিম ইন্ডিয়ার হয়ে এই দিন সফলতম বোলার হলেন শার্দুল ঠাকুর। ৫৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছেন তিনি। অভিষেকে আবেশ খান চূড়ান্ত ব্যর্থ। ছয় ওভারেই ৫৪ রান খরচ করেন তিনি।


এই ম্যাচ জিতলেই বিশ্বের প্রথম দল হিসাবে কোনও প্রতিপক্ষকে ১২টি টানা ওয়ান ডে সিরিজে হারানোর বিশ্বরেকর্ড গড়বে ভারতীয় দল। বর্তমানে পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ১১টি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে টিম ইন্ডিয়ার। এককভাবে সেই রেকর্ড নিজেদের নামে করার হাতছানি রয়েছে। তবে সিরিজ জয়ের জন্য ভারতের চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিনই হতে চলেছে। 


আরও পড়ুন: বড় রানের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ