আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান হাঁকালেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্য়াট করে বোর্ডে ২৩৭ রান তুলে নিল টিম ইন্ডিয়া। ১ রানের জন্য অর্শতরান মিস করলেন কে এল রাহুল। তবে রান পেলেন না রোহিত শর্মা। ফের ব্য়র্থ হলেন বিরাট কোহলিও। ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ২৩৮ রানের লক্ষ্যমাত্রা রাখল টিম ইন্ডিয়া।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকালোস পুরান। কায়রন পোলার্ডের চোট থাকায় এই ম্যাচে তিনি নেতৃত্বে দিচ্ছেন। রোহিত শর্মার সঙ্গে এদিন ওপেনে নেমেছিলেন ঋষভ পন্থ। কে এল রাহুলকে মিডল অর্ডারে নামিয়ে মিডল অর্ডার শক্ত করার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু কাজে এল না সেই স্ট্র্যাটেজি। রোহিত নিজে ফিরলেন মাত্র ৫ রান করে। বিরাটের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করলেও খারাপ শট খেলে ক্যাচ আউট হয়ে মাত্র ১৮ রানে প্যাভিলিয়নে ফিরলেন পন্থ। বিরাটও তিনটে বাউন্ডারির সাহায্যে ভাল শুরু করলেও ১৮ রানেই ফিরলেন।
এরপর জুটি বাঁধেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। ২ জনে মিলে বোর্ডে ৯১ রান যোগ করেন। রাহুল ৪৯ রানের মাথায় পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্য়াভিলিয়নে ফেরেন। তবে সূর্য নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে ৬৪ রানের মাথায় ফ্যাবিয়েন অ্যালেনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর ২৪ ও দীপক হুডা ২৯ রানের ইনিংস খেলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৩৭ রানই বোর্ডে তুলতে পারে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্য়ে ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও ওডেন স্মিথ। ১টি করে উইকেট নেন কেমার রোচ, ফ্যাবিয়েন অ্যালেন, আকিল হোসেন, জেসন হোল্ডার।
তা পড়ুন এই লিঙ্কে: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাবা হচ্ছে না ঋদ্ধিকে, তবে কি কেরিয়ার শেষ?