মুম্বই: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে শেষবার নেমেছিলেন টেস্ট খেলতে দেশের জার্সিতে। সেটাই কি তাঁর শেষ ম্যাচ ছিল আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের? প্রশ্নের উত্তর এখনও দেওয়া না গেলেও, আভাস অন্তত তেমনই। বোর্ড সূত্রের খবর, আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য না কি ভাবা হচ্ছে না ঋদ্ধিমান সাহাকে। ঋষভ পন্থ এখন ভারতীয় টেস্ট দলের প্রথম পছন্দের উইকেট কিপার ব্য়াটার। এই পরিস্থিতিতে এস ভরতকে নজরে রাখা হচ্ছে। না প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন যে, ''দলের পক্ষ থেকে ঋদ্ধিমানকে বলা হয়েছে যে টিম ম্যানেজম্যান্ট এবার নতুন কিছু ভাবনা চিন্তা করছে। পন্থের পাশে অন্য কোনও নতুন মুখ দেখতে চাইছে টিম ও নির্বাচন কমিটি। সেই জন্যই ঋদ্ধিকে শ্রীলঙ্কা সফরের জন্য ভাবা নাও হতে পারে।''


২০১৫ সালে মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর থেকে জাতীয় দলের টেস্ট ফর্ম্য়াটে অটোমেটিক চয়েস ছিলেন ঋদ্ধিমান। তাঁর উইকেট কিপিং যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই তিনি সমালোচিত হয়েছে ব্য়াটিংয়ে ধারাবাহিকতার অভাব থাকায়। ২০১৮ সালে ঋষভ পন্থের টেস্টে অভিষেকের পরও জাতীয় দলের হয়ে কেয়কটি সিরিজে খেলেছেন। কিন্তু গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে আসার পর থেকে পন্থই প্রথম পছন্দ হয়ে গিয়েছেন টিম ম্যানেজমেন্টের। মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোট নিয়েই লড়াকু ইনিংস খেলেছিলেন ঋদ্ধি গত বছর। দক্ষিণ আফ্রিকা সিরিজে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও প্রথম একাদশে সুযোগ মেলেনি তাঁর।


এদিকে, বাংলা র়ঞ্জি দলেও দেখা যায়নি ঋদ্ধিমানকে। সূত্রের খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলের ভাবনায় না তিনি নেই, এমনটা জানার পরই এবারের রঞ্জি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য, দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। অভিজ্ঞ মনোজ তিওয়ারি রয়েছেন স্কোয়াডে। তবে আশ্চর্যজনকভাবে দলে দেখা মেলেনি ঋদ্ধিমান সাহার। আসন্ন শ্রীলঙ্ক সফরে জাতীয় দলে ঋদ্ধিমানকে নেওয়া হবে না, এমনই বিসিসিআই সূত্র থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। বয়সজনিত কারণে না কি বাদ পড়তে পারেন ঋদ্ধি। সেক্ষেত্রে নির্বাচন কমিটি কে এস ভরতের দিকে নজর রেখেছে। এই পরিস্থিতিতে রঞ্জি দলেও বাংলার পাপালির না থাকাটা অনেক প্রশ্ন উঠিয়ে দিয়েছে। তবে কি ক্রিকেট কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল ঋদ্ধির। তবে সূত্রের খবর, পারিবারিক কারণেই এবার রঞ্জি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি।