আমেদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতে গতকালই চলতি সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আমেদাবাদে গতকালের ম্যাচ চলাকালে একটি ঘটনা সবার নজর কেড়ে নিল। এই ঘটনার ভিডিও-ও সামনে এসেছে। আসলে একটা সময় দলের সহ খেলোয়াড় যুজবেন্দ্র চাহলের গা-ছাড়া মনোভাবে রেগে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।


ইনিংসের ৪৫ তম ওভারে স্পিনার ওয়াশিংটন সুন্দর বল করছিলেন। ওই সময় ওয়াশিংটনের জন্য ফিল্ডিং সাজাচ্ছিলেন অধিনায়ক রোহিত। কিন্তু অধিনায়ক চাইলেও চাহাল তাঁর ফিল্ডিং পজিশনে দ্রুত যাননি। তাঁর এই গা-ছাড়া মনোভাব দেখে বেশ রেগে যান রোহিত। আর এই রাগের জেরে দু কথা চাহলকে শুনিয়ে দিতে কসুর করেননি অধিনায়ক। আর রোহিত যা বলেছেন, তা ধরা পড়েছে ক্যামেরায়। স্পাইক মাইক্রোফোনেও রোহিতের কথাবার্তা রেকর্ড হয়েছে।



রোহিতকে বেশ চড়াসুরেই বলতে শোনা যায়, 'ক্যায়া হুয়া তেরকো? ভাগ কিউ নহি রহা ঠিক সে? চল উধার ভাগ'। (তোর কী হয়েছে? দৌড়ে গেলি না কেন ঠিকমতো? যা ওখানে যা)।


বুধবার অসাধারণ অধিনায়কত্ব করলেন রোহিত। দল মাত্র ২৩৭ তুলেছিল। ওই রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ১৯৩ রানে গুটিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যায় ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। রোহিত শুরুতেই ফিরে যান। ওপেন করতে নামালেও ঋষভ পন্তও সুবিধা করতে পারেননি। দিনটা ভালো ছিল না বিরাট কোহলিরও। কিন্তু সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরি দলকে মোটামুটি একটা ভদ্রস্থ স্কোর তুলতে সাহায্য করে।  বল হাতে চার উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রসিদ্ধ কৃষ্ণ।


২৩৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিংয়ে ভালই শুরু করেছিলেন শাই হোপ  ব্রেন্ডন কিং। ২ জনে মিলে বোর্ডে ৩২ রান যোগ করেন ওপেনিংয়ে। প্রসিদ্ধ কৃষ্ণ প্রথম আঘাত হানেন ক্য়ারিবিয়ান ইনিংসে। দ্রুত আরও একটি উইকেট তুলে নেন প্রসিদ্ধ। ড্য়ারেন ব্র্যাভো মাত্র ১ রান করে আউট হন। শাই হোপ ২৭ রান করে আউট হন চাহালের বলে। কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন শামারা ব্রুকস। তিনি ৪৪ রানের ইনিংস খেলেন। কিন্তু এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। বল হাতে রীতিমতো ম্যাজিক দেখালেন তিনি।  ক্য়ারিবিয়ান ব্যাটিং লাইন আপের মেরুদণ্ডটাই ভেঙে দিলেন প্রসিদ্ধ। তুলে নিলেন ব্রেন্ডন কিং, ড্যারেন ব্র্যাভো ছাড়াও তুলে নিলেন নিকোলাস পুরান ও কেমার রোচকে।