আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঋষভ পন্থ। কিন্তু রান পাননি ব্যাটে। তবে দিল্লির তরুণকে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ওপেন করতে দেখে অনেকেই সোচ্চার হয়েছেন। কারণ দলে শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াডরা রয়েছেন। যদিও তাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু যেখানে একজন তরুণ স্পেশালিস্ট ওপেনার জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না এখনও ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার পরও, সেখানে কেন পন্থকে ওপেনিংয়ে নিয়ে আসা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনেকেই এখানে রাহুল দ্রাবিড়ের কোচিং ও রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও কথা বলেছেন। অনেকে আবার ট্যুইটে লিখেছেন যে, ''ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াডরা রয়েছেন। তাঁদেরকে টপকে পন্থ ওপেনিংয়ে!" প্রথম ওয়ান ডে ম্যাচে খেলেছিলেন ঈশান কিষাণ। কিন্তু এই ম্যাচে রাহুল দলের সঙ্গে যোগ দেওয়ায় তাঁর জায়গা হয় ডাগ আউটে।
উল্লেখ্য, সিনিয়র দলের হয়ে প্রথমবার ওপেন করলেন পন্থ। যদিও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে এর আগেও ওপেন করেছিলেন তিনি। ২০১৫-২০১৬ সময়ের মধ্যে ৪১.২৭ গড়ে ৪৫৪ রান পন্থ করেছিলেন ওপেনার হিসেবে। তার মধ্য়ে রয়েছে একটি শতরান ও চারটি অর্ধশতরানও। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও ওপেনার হিসেবে ৪৪.৫০ গড়ে ২৬৭ রান করেছিলেন দিল্লির এই তরুণ।
এদিন ওপেনে নেমে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। ওডেন স্মিথের ওয়াইড লেংথে থাকা বল পুল মারতে গিয়ে জঘন্য শট খেলে ক্যাচ আউট হন তিনি।