পোর্ট অফ স্পেন: পোর্ট অফ স্পেনে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) দ্বিতীয় টেস্ট দুই দলের একশোতম দ্বৈরথ হতে চলেছে। এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ৯৯টি টেস্ট খেলেছে দুই দল। রেকর্ডের বিচারে ভারত পিছিয়ে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩০টি টেস্ট। ভারত ২৩টি। ৪৬টি ম্যাচ ড্র হয়েছে।


তবে পোর্ট অফ স্পেনে জিতলে বা ড্র করলে টেস্ট সিরিজ নিজেদের ঝুলিতে পুরে নেবে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে গিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)।


তবে এবার রেকর্ড ভারতের পক্ষে। দীর্ঘ ২১ বছর ভারতকে টেস্টে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের শেষ জয় এসেছিল ২০০২ সালে। যখন চলতি সিরিজের প্রথম ম্যাচের সেরা যশস্বী জয়সওয়ালের বয়স ছিল ৫ মাস!


তারপর থেকে দুই দল একে অপরের বিরুদ্ধে ২৪টি টেস্ট খেলেছে। ভারত জিতেছে ১৫টি ম্যাচে। ৯টি ম্যাচ ড্র হয়েছে। প্রথম টেস্টে ভারত যেভাবে দাপট দেখিয়ে মাত্র তিনদিনে ইনিংস ও ১৪১ রানে জিতেছে, তাতে দ্বিতীয় টেস্টেও যে ক্রেগ ব্র্যাথওয়েটদের সামনে অগ্নিপরীক্ষা অপেক্ষা করে রয়েছে, বলাই বাহুল্য।


তবে কুইন্স পার্ক ওভালের পিচ বরাবরই পেসারদের বাড়তি সাহায্য় করে। তাই ডমিনিকার মতো কেক ওয়াক নাও হতে পারে ভারতীয় ব্যাটারদের। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ - দুই দলই পরের ৫ মাসে কোনও টেস্ট খেলবে না। তাই এই ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের ভাল জায়গায় রাখতে বদ্ধপরিকর থাকবে দুই দলই।


এই টেস্টের দল থেকে রেমন রিফারকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর পরিবর্তে অভিষেক হতে পারে কার্ক ম্যাকেঞ্জির। জ়োমেল ওয়ারিকান বা রাহকিম কর্নওয়ালের পরিবর্তে শ্যানন গ্যাব্রিয়েলকেও খেলাতে পারে ওয়েস্ট ইন্ডিজ়। বুকের সংক্রমণে আক্রান্ত কর্নওয়াল পুরোপুরি সুস্থ না হলে অফস্পিনার অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ারকেও দেখা যেতে পারে তাঁর পরিবর্তে।


অন্যদিকে, রোহিত জানিয়ে দিয়েছেন যে, ভারতীয় দলে ব্যাপক কোনও পরিবর্তন হবে না। ঈশান কিষাণকেই হয়তো খেলানো হবে উইকেটকিপার হিসাবে। ভারতীয় দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।


কুইন্স পার্ক ওভালে ২০১৮ সালের পর থেকে গত ৫ বছরে আর কোনও টেস্ট ম্যাচ হয়নি। তবে এই মাঠে বরাবরই রাজত্ব করেছেন পেসাররা। এই মাঠে পেসারদের গড় ২৭.৩৯। অর্থাৎ, প্রত্যেক ২৭.৩৯ রান খরচ করার ব্যবধানে একটি করে উইকেট পেয়েছেন জোরে বোলাররা। স্ট্রাইক রেট ৬১। অর্থাৎ, প্রত্যেক ৬১ বল অন্তর উইকেট তুলেছেন পেসাররা। এবারও ছবিটা একই থাকার সম্ভাবনা। তবে ম্যাচের পাঁচদিনই বৃষ্টির আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: এশিয়া কাপে কবে ভারত-পাক মহারণ? কোথায় হবে খেলা?