বার্মিংহাম: প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানের দাপুটে জয়ের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওবেদ ম্যাকয় ঝড়ে উড়ে যায় ভারতীয় দল। ১৭ রানে ছয় উইকেট নিয়ে ম্যাকয় বল হাতে ভারতীয় দলকে গুড়িয়ে দেন। এরপর ব্যাট হাতে বাকি কাজটা করেন ব্রেন্ডন কিং। আজ সেই ব্যর্থতা ভুলে তৃতীয় টি-টোয়েন্টি (IND vs WI 3rd T20) জিতে সিরিজে আবারও লিড নিয়ে নেওয়ার সুযোগ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতের সামনে।


ভারত অবশ্য মাত্র ১৩৮ রানের পুঁজিও নিয়েও শেষ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিল। তবে শেষ ওভারে আবেশ খানের এক নো বলই গুরুত্বপূর্ণ হয়ে যায়। শেষমেশ চার বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রান করেন। এই ম্যাচে ভারতের ইতিবাচক দিক বলতে হার্দিক পাণ্ড্য ব্যাটে-বলে লড়াই। তাছাড়া ভারতের ব্যাটিং লাইন আপ তো সম্পূর্ণ ব্যর্থ। তাই তৃতীয় ম্যাচে দলের ব্যাটিংয়ের দিকে বিশেষ নজর থাকবে।


দেরিতে ম্যাচ শুরু


দুই ম্যাচ শেষে সিরিজের ফলাফল এখন ১-১। ভারত তাই চাইবে আবারও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে লিড নিয়ে নিতে। তবে নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক পরেই শুরু হচ্ছে আজকের ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলের লাগেজ সমস্যার জেরে প্রায় তিন ঘণ্টা পরে ম্যাচ শুরু হয়। সেই ম্যাচের পরের দিনই আবারও খেলতে নামছে দুই দল। দুই ম্যাচের মধ্যে ২৪ ঘণ্টার পার্থক্যও নেই। তাই খেলোয়াড়দের একটু বেশি বিশ্রাম নিয়ে চাঙ্গা হওয়ার সুযোগ দিতেই এই দেড় ঘণ্টা বিলম্ব।


আজকের ম্যাচ
আজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ


কোথায় হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি?
এই ম্যাচটি হবে ওয়ার্নার পার্ক স্টেডিয়াম, সেন্ট কিটসে


কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে রাত ৯.৩০টায় (স্থানীয় সময় দুপুুর ১২টা)


কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে ডিডি স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে ফ্যানকোড অ্যাপে


আরও পড়ুন: ২৮ অগাস্ট এশিয়া কাপের মঞ্চে ভারত-পাক দ্বৈরথ