ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য ভারতীয় দলকে ১৬৫ রান করতে হবে। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান বোর্ডে তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneswar Kumar)। 


টস জিতে বোলিং ভারতের


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রবীন্দ্র জাডেজাকে বসিয়ে দীপক হুডাকে খেলানো হয়েছিল এই ম্যাচে। কেইল মায়ার্স অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। ২০ রান করে ব্রেন্ডন কিং প্যাভিলিয়নে ফেরেন। ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান বোর্ডে তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।


ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নেন অর্শদীপ ও হার্দিক পাণ্ড্য। তবে ৩ ওভারে কোনও উইকেট না পেলেও ৪৭ রান খরচ করেন আবেশ খান।


রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। তবে ঝোড়ো অর্ধশতরান হাঁকান সূর্যকুমার যাদব।


প্রথম টি-টোয়েন্টিতে ৬৮ রানের দাপুটে জয়ের পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওবেদ ম্যাকয় ঝড়ে উড়ে যায় ভারতীয় দল। ১৭ রানে ছয় উইকেট নিয়ে ম্যাকয় বল হাতে ভারতীয় দলকে গুড়িয়ে দেন। এরপর ব্যাট হাতে বাকি কাজটা করেন ব্রেন্ডন কিং। আজ সেই ব্যর্থতা ভুলে তৃতীয় টি-টোয়েন্টি (IND vs WI 3rd T20) জিতে সিরিজে আবারও লিড নিয়ে নেওয়ার সুযোগ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতের সামনে।


আরও পড়ুন: বার্মিংহামে ইতিহাস সৃষ্টিকারী লন বল দলকে শুভেচ্ছায় ভাসালেন মোদি, অনুরাগ ঠাকুররা