কলকাতা: কাজটা ঠিক নাকি ভুল? রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রীকে জুতো (shoe) ছোড়ার (hurl) ঘটনা নিয়ে জনমত যখন আড়াআড়ি বিভক্ত, তখনই ট্যুইটার সরগরম করলেন বিজেপি (BJP) মুখপাত্র অমিত মালব্য (amit malviya)। পার্থ চট্টোপাধ্যায়কে ( ) যিনি এদিন জুতো ছুড়েছিলেন সেই শুভ্রা ঘোড়ুইকে 'মহিষাসুরমর্দিনী'( ) বলে ট্যুইট ( ) করলেন তিনি। সঙ্গে ভিডিও। মহিষাসুরমর্দিনীর চেনা স্তোত্র রয়েছে তাতে। সঙ্গে ক্যাপশন। তাতেই আসল বার্তা।
কী বার্তা মালব্যের?
বিজেপির মুখপাত্র লিখেছেন,'এই সেই নারী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিতে ডুবে থাকা সরকারের প্রতীক, পার্থ চট্টোপাধ্য়ায়কে চটি ছুড়ে মেরেছেন। তৃণমূলের দমনমূলক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে খালি পায়ে হেঁটেও ফিরেছেন। বাস্তবিক অর্থে ইনি-ই মহিষাসুরমর্দিনী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিদায়ঘণ্টি বাজাচ্ছেন...'। এর পরই শুভ্রার খালি পায়ে হাঁটার ওই ভিডিও। ব্যাকগ্রাউন্ডে মহিষাসুরমর্দিনী চেনা স্তোত্র পাঠ। সব মিলিয়ে ট্যুইটটি অল্পক্ষণের মধ্যেই বিপুল জনপ্রিয় হয়। কিন্তু প্রশ্নও ওঠে পাশাপাশি।
বিতর্ক যেখানে...
প্রশ্ন অনেকগুলি। প্রথমত, যাঁকে জুতো মারা হয়েছে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলির একটিও এখনও প্রমাণিত নয়। তদন্ত চলছে। দ্বিতীয়ত পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সব মিলিয়ে এই ধরনের আচরণ কতটা সঙ্গত প্রশ্ন উঠছে। তবে আমতলার বাসিন্দা ওই গৃহবধূ এর মধ্যে কোনও ভুল দেখেননি। তাঁর সাফ বক্তব্য, 'ওই জুতো ওঁর টাকে লাগলে আরও বেশি খুশি হতাম। ক্ষোভের কারণটিও লুকোননি শুভ্রা। 'গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন’,ক্যামেরার সামনে রণংদেহী মূর্তিতেই বলেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, জোকা ইএসআই হাসপাতালে তাঁর বাড়ির লোক ভর্তি বলে এসেছেন। কিন্তু পার্থকে দেখতে আসা জুতো ছোড়ার জন্যই। এবার তিনি খালি পায়ে হাঁটবেন। করেছেনও তাই। আর তার পর থেকে প্রতিক্রিয়ার ঢল। এদিকে নিজেদের ফেসবুক পেজে প্রতিক্রিয়া দিয়েছে সিপিএমও।
কিন্তু বিজেপি মুখপাত্রের ভিডিও যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।
আরও পড়ুন:শুভেন্দুর শাহী সাক্ষাৎ, দ্রুত সিএএ কার্যকরের অনুরোধ