ফ্লোরিডা: ম্যাচে বৃষ্টি হল। আবার ম্যাচে সূর্যোদয়ও হল। বলা ভাল ভারতীয় ক্রিকেটে। ফ্লোরিডায় পঞ্চম তথা নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইন আপে সূর্যোদয়। ফর্মে ফিরছেন। আরও একবার জানান দিয়ে দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। তাঁকে সঙ্গে নিয়ে উপযোগী ২৭ রানের ইনিংস খেললেন তিলক ভার্মাও। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৫ রান তুলে নিল ভারত।


সিরিজ ২-২। এই পরিস্থিতিতে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। এদিনও এই ওপেনিং জুটিই নামেন। কিন্তু এদিন ২ জনের কেউই রান পাননি। আকিল হোসেনের শিকার হন ২ তরুণই। জয়সওয়াল ৫ রান করে আকিলের বলে তাঁর হাতে ক্যাচ দিয়েই ফেরেন। গিল আকিলের বলে লেগবিফোর হন ব্যক্তিগত ৯ রানের মাথায়। 


এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। সূর্য ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান এই ডানহাতি। অন্যদিকে ১৮ বলে ২৭ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিলক ভার্মা। তিনি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। হার্দিক পাণ্ড্য ১৪ ও অক্ষর পটেল ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 


এরমাঝে ২ বার বৃষ্টি এসে খেলায় বিঘ্ন সৃষ্টি করে। যদিও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৫ রান তুলে নেয় ভারত। 


গোটা সিরিজ জুড়েই ভারতীয় ওপেনাররা দলকে ভাল শুরু দিতে ব্যর্থ হয়। তবে অবশেষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ওপেনাররা ক্লিক করেন। যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল ১৭৯ রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন। ভারতীয় হিসাবে গড়ে ফেলেন রেকর্ডও। যশস্বী ও শুভমনের ১৬৫ রানের পার্টনারশিপই টি-টোয়েন্টিতে ভারতের সেরা ওপেনিং পার্টনারশিপ (যুগ্মভাবে)। দুই তরুণ ব্যাটারই অর্ধশতরান হাঁকান। এমন দুরন্ত এক ম্যাচের পর স্বাভাবিকভাবেই যশস্বী ও শুভমনের দিকে আজকের ম্যাচেও নজর ছিল। যদিও ওপেনিং জুটি ব্যর্থ হন এদিন।


এই মাঠে প্রথমে ব্যাট করে ২০০ রানও উঠেছে। ফলে ভারতীয় দলের বোলিং ডিপার্টমেন্টকে চাপ সামলাতে হবে এবার।