ফ্লোরিডা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI Cricket World Cup) আগে এটা একটা বড় ধাক্কাই বলা চলে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল ভারতীয় দল (Indian Cricket Team) । শেষ ম্যাচে ফ্লোরিডায় ৮ উইকেটে জিতে ইতিহাস গড়ল ক্যারিবিয়ানরা। প্রথমবার পাঁচ ম্যাচের কোনও টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে হারাল ক্যারিবিয়ান বাহিনী। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৬৬ রান তাড়া করতে নেমে ২ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ শিবির।
লক্ষ্যমাত্রা ছিল ১৬৬। যা তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে কাইল মায়ের্সের উইকেট হারায় উইন্ডিজরা। অর্শদীপের বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১০ রান করে ফিরে যান মায়ের্স। কিন্তু এরপর ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২ জনে মিলে শুরুতে সেট হওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে হাত খোলা শুরু করেন। ভারতের কোনও বোলারকেই রেয়াত করেননি ২ ক্যারিবিয়ান ব্যাটার। কিং ৫৫ বলে ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে পুরান ৩৫ বলে ৪৭ রানের ইনিংসে ১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। কিং অপরাজিত থাকলেও পুরানকে ফেরান তিলক ভার্মা। যদিও তাতে ভারতের হার বাঁচাতে পারেননি তিনি। শাই হোপ ১৩ বলে ২২ রান করে অপরাজিত থেকে যান।
সিরিজ ২-২। এই পরিস্থিতিতে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। এদিনও এই ওপেনিং জুটিই নামেন। কিন্তু এদিন ২ জনের কেউই রান পাননি। আকিল হোসেনের শিকার হন ২ তরুণই। জয়সওয়াল ৫ রান করে আকিলের বলে তাঁর হাতে ক্যাচ দিয়েই ফেরেন। গিল আকিলের বলে লেগবিফোর হন ব্যক্তিগত ৯ রানের মাথায়।
এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। সূর্য ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান এই ডানহাতি। অন্যদিকে ১৮ বলে ২৭ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিলক ভার্মা। তিনি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। হার্দিক পাণ্ড্য ১৪ ও অক্ষর পটেল ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
এরমাঝে ২ বার বৃষ্টি এসে খেলায় বিঘ্ন সৃষ্টি করে। যদিও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৫ রান তুলে নেয় ভারত।