অমিত জানা, বেলদা: বালি পাচারের পাশাপাশি অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক-লরির বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক অভিযান। বেলদা-কাঁথি বাইপাসে আটক ১০টি লরি। গতকাল রাতে খড়্গপুরের এআরটিও-র নেতৃত্বে বেলদা থানার পুলিশকে নিয়ে অভিযান চালানো হয়। গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয় নথি। লাইসেন্স না থাকা, গাড়ির ট্যাক্স জমা না দেওয়া এবং অতিরিক্ত পণ্য থাকার অভিযোগে বেশ কয়েকটি ট্রাক-লরির চালককে আটক করা হয়। খড়্গপুর মহকুমায় এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পরিবহণ দফতর।
পুলিশ সূত্রে খবর, বেলদা বাইপাসে ওভারলোডিং গাড়ি দিনের পর দিন বালি নিয়ে চলছে রাস্তায়। রাত হলেই এই ছবি দেখা যায়। বারবার এই অভিযোগ পেয়ে এবার খড়্গপুরের এআরটিও জীবনকৃষ্ণ কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী অভিযানে নামল। গতকাল বেলদা বাইপাসে বেলদা কাঁথি রাজ্য সড়কে লরি চালকদের থামিয়ে গাড়ির কাগজপত্র সহ চালকদের ড্রাইভিং লাইসেন্স যথাযথ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। যে সব গাড়ির কাগজপত্র, ট্যাক্সের কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নেই, সেই সমস্ত গাড়িগুলিকে আটক করা হয়। এই অভিযান বেলদা থানার পুলিশ এবং এআরটিও-র নেতৃত্বে গভীর রাত পর্যন্ত চলে।
খড়্গপুরের এআরটিও জীবনকৃষ্ণ কর্মকার জানান, ‘আমরা আজ বেলদা থানার পুলিশ আধিকারিকদের নিয়ে জয়েন্ট এনফোর্সমেন্ট করছি। বেশ কিছু গাড়ি চেকিং করার পর কিছু গাড়ির আমরা ট্যাক্স ফেল পেয়েছি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের সচেতনও করে দিয়েছি। খড়্গপুর সাব ডিভিশনের বিভিন্ন জায়গায় চেকিং হবে। বিশেষ করে এখানে ওভারলোড নিয়ে কমপ্লেন ছিল। তাই রাত্রি বারোটার পরে ওভারলোডেড গাড়ি চলে সেটাকে মাথায় রেখে আমরা এনফর্সমেন্ট করছি। দশটি গাড়িকে বিভিন্ন রকম ফল্টের জন্য আটক করা হয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে। বালি পাচার এবং অতিরিক্ত পণ্যবোঝাই লরি আরও আছে কি না, সেটা দেখার জন্য অভিযান চালানো হবে।’