মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে দলে ফিরছেন রোহিত শর্মা (rohit sharma)। পূর্ণাঙ্গ অধিনায়ক এই প্রথমবার দলকে নিয়ে মাঠে নামবেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (south africa) সফর থেকে ছিটকে গিয়েছিলেন এই মুম্বইয়ের (mumbai) ওপেনার। কিন্তু চোট সারিয়ে এবার ফিরছেন রোহিত। রোহিতের নেতৃত্বে মাঠে নামবেন বিরাট কোহলি। এই বিষয়টিও আলাদা একটা উত্তেজনা তৈরি করবে সিরিজে। কারণ বিরাট-রোহিত তরজা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে খুব চর্চিত অধ্যায়। ২ জনেই এই বিষয়ে কোনো নেতিবাচক কিছু না বললেও একটা দূরত্ব যে রয়েছে, তার আঁচ মিলেছে অনেক কিছু থেকেই। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের নেতৃত্ব কেড়ে রোহিতকে জাতীয় দলে সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া হয়। এরপর প্রথমবার একসঙ্গে মাঠে নামতে চলেছেন ২ জন আসন্ন সিরিজে। 


এদিকে রোহিত শর্মা ফিরলেও আসন্ন সিরিজে পাওয়া যাবে না রবিচন্দ্রন অশ্বিনকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু ফের চোটের জন্য তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে কয়েক সপ্তাহ। সেক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চে হতে চলা শ্রীলঙ্কা সিরিজে হয়ত জাতীয় দলে ফের ফিরবেন এই অভিজ্ঞ অফস্পিনার। এদিকে, রবীন্দ্র জাদেজাকে সম্প্রতি এনসিএতে বোলিং ও ব্যাটিং করতে দেখা গিয়েছে। কিন্তু তাঁর ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করেই নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে হার্দিক পাণ্ড্য এখনও পুরোপুরি ফিট নয় বলে জানা গিয়েছে। প্রোটিয়া সফরে থাকলেও, ঘরের মাঠে সিরিজে স্কোয়াডে সুযোগ নাও মিলতে পারে ভুবনেশ্বর কুমারের। 


গতকাল ২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য দল নির্বাচনের কথা ছিল। কিন্তু রাহুল দ্রাবিড় ও কিছু নির্বাচকদের অনুপস্থিতিতে তা করা সম্ভব হয়নি। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের পৌঁছোনোর জন্য ২৪ ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে অনেককে। তাই জেটল্যাগ একটা ইস্যু। সেই জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল।