ডমিনিকা: ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ (WI vs Ind)। দুবারের চ্যাম্পিয়নদের ছাড়া এই প্রথম হবে ওয়ান ডে বিশ্বকাপ। তবে টেস্ট ফর্ম্যাটে নিজেদের নতুন করে প্রমাণ করার লড়াই ছিল ক্যারিবিয়ানদের সামনে। ভারতের বিরুদ্ধে সিরিজে ভাল কিছু করা মানে বিশ্ব ক্রিকেটেকে বার্তা দেওয়া যে, এখনও ফুরিয়ে যায়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ঐতিহ্য।
কিন্তু ডমিনিকায় উইন্ডসর পার্কে প্রথম দিনের ছবিটা ক্যারিবিয়ান শিবিরের কাছে হতাশাজনক। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন চা পানের বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৩৭/৮। দেড়শো রান পেরতে পারবে কি না, তা নিয়েই সন্দেহ।
ভারতীয় বোলারদের মধ্যে ঘাতক হিসাবে হাজির আর অশ্বিন। ৪৯ রানে তিনি নিলেন ৪ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেট হয়ে গেল তামিলনাড়ুর অফস্পিনারের।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে কিছুটা লড়াই করলেন একমাত্র অ্যালিক অ্যাথানাজ়। ৪৭ রান করেন তিনি। অ্যালিকও অশ্বহিনের শিকার। ২ উইকেট রবীন্দ্র জাডেজার। একটি করে উইকেট মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুরের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিত শর্মার (Rohit Sharma) টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বার্মিংহামের সেই ফাইনালে একমাত্র স্পিনার হিসাবে খেলা উচিত রবীন্দ্র জাডেজারই (Ravindra Jadeja)। টেস্টে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পিনারকে তাই বাইরেই বসতে হয়েছিল। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা অনেকেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।
প্রথম একাদশে ফিরে সেই আর অশ্বিন (R Ashwin) ঘূর্ণির জাল বুনে বিপাকে ফেলে দিলেন ক্যারিবিয়ান শিবিরকে। তাঁর স্পিন ফাঁদে আটকে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) দুই ওপেনার। তাও টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে। এমন এক বাইশ গজে, যেখানে পেসারদের জন্য বাড়তি বাউন্স রয়েছে। অথচ সেখানে দলে সুযোগ পেয়েই অশ্বিন দেখিয়ে দিলেন, কেন তাঁকে বাদ দেওয়া নিয়ে এত প্রশ্ন উঠেছিল। দেখিয়ে দিলেন, অভ্রান্ত লাইন-লেংথে বল করলে তার পুরস্কার পাওয়া যায়।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন