পোর্ট অফ স্পেন: অভিষেকেই নজর কেড়েছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন। রেকর্ড ভেঙেছেন, রেকর্ড গড়েছেন। দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছেন। তবে আরও একটা শতরান হাঁকানোর সুযোগ মিস করেছেন। ৫৭ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে ফিরেছেন। আর সেই আফসোস কিছুতেই যাচ্ছে না তরুণ মুম্বই ব্যাটারের। গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে জয়সওয়াল বলেন, ''আউট হওয়ার পর সত্যিই হতাশ লাগছিল। কিন্তু ক্রিকেটে এমনটা হয়েই থাকে। তাই বেশি ভাবছি না। আমি ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। পরবর্তী সময়ে যাতে একই ভুল বারবার  না করি।''


তরুণ এই ওপেনার আরও বলেন, ''সবসময় আমার একটাই লক্ষ্য থাকে কীভাবে দলের হয়ে যত বেশি সম্ভব অবদান থাকে আমার। যখনই আমি ব্যাট করতে নাম, তখনই যত বেশিক্ষণ সম্ভব ব্যাট করতে পারি। আউট হওয়ার মুহূর্তে সত্যিই হতাশ লাগছিল। কিন্তু এটাই ক্রিকেট। দেশের হয়ে খেলা সবসময় আমি শান্তি দেয়। চাপটা উপভোগ করতে পছন্দ করি। পরিস্থিত অনুযায়ী খেলাটা পছন্দ করি।''


দলের সতীর্থদের সঙ্গে কেমন লাগছে? জয়সওযাল বলছেন, ''দলের প্রত্যেকে আমার থেকে অভিজ্ঞ। প্রত্যেকের কথা শোনার চেষ্টা করি। আমার খেলায় উন্নতির চেষ্টা করি। সিনিয়র দের সঙ্গে থাকলে অনেক কিছুই শেখা যায়।'' উল্লেখ্য, প্রথম টেস্টে খেলতে নেমেই ১৭১ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন জয়সওয়াল।


নজির বিরাটের


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাটিং করার সময় আরও একটি মাইলস্টোন পেরিয়ে গেলেন বিরাট কোহলি। প্রথম টেস্টে শতরান মিস করেছিলেন। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে ৮৭ রানে অপরাজিত রয়েছেন কিং কোহলি। আর এই রান করার পথে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় প্রথম পাঁচে উঠে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি টপকে গেলেন জ্যাক ক্যালিস। পোর্ট অফ স্পেনে ব্য়াটিং করার সময় এই নজির গড়েন কোহলি। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৫০০ তম ম্যাচ খেলতে নেমেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। 


এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলে ২৫, ৫৪৮ রান করেছেন ৫৩.৬৭ গড়ে। ৭৫টি শতরান ও ১৩২টি অর্ধশতরান হাঁকিয়েছেন কিংগ কোহলি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৫৪। জ্যাক কালিস ৫১৯ ম্যাচ খেলে ২৫, ৫৩৪ রান করেছেন। তিনি ৬২টি সেঞ্চুরি ও ১৪৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন।