হায়দরাবাদ: কাল থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ। আইসিসি জানিয়েছে, এই সিরিজে পরীক্ষামূলকভাবে ফ্রন্ট ফুট নো বল দেখবেন তৃতীয় আম্পায়ার। কোনও বোলার ওভারস্টেপ করলে মাঠের আম্পায়ারদের সেটি জানিয়ে দেবেন তৃতীয় আম্পায়ার। মাঠের আম্পায়াররা ফ্রন্ট ফুট নো বলের বিষয়টি আলাদা করে দেখবেন না। তবে অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত তাঁরাই নেবেন।
আইসিসি সূত্রে খবর, রান আউট দেখার জন্য যে ক্যামেরা ব্যবহার করেন তৃতীয় আম্পায়াররা, ফ্রন্ট ফুট নো বল দেখার জন্যও সেই ক্যামেরাই ব্যবহার করা হবে। এই ক্যামেরায় প্রতি সেকেন্ডে ৩০০ ফ্রেমে ছবি তোলা যায়। এই ফ্রেম ইচ্ছেমতো জুমও করা যায়।
এ বিষয়ে বিসিসিআই-এর যুগ্মসচিব জয়েশ জর্জ বলেছেন, ‘অতীতে ফ্রন্ট ফুট নো বল নিয়ে সমস্যা হয়েছে। আমার মতে, ফ্রন্ট ফুট নো বল দেখার জন্য প্রযুক্তির ব্যবহার করা উচিত। ইতিমধ্যেই অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পরীক্ষা চলবে।’
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে পরীক্ষামূলকভাবে ফ্রন্ট ফুট নো বল দেখবেন তৃতীয় আম্পায়ার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Dec 2019 07:09 PM (IST)
আইসিসি সূত্রে খবর, রান আউট দেখার জন্য যে ক্যামেরা ব্যবহার করেন তৃতীয় আম্পায়াররা, ফ্রন্ট ফুট নো বল দেখার জন্যও সেই ক্যামেরাই ব্যবহার করা হবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -