লডারহিল: ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ শুরু আগে ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাঁর পরিবর্ত হিসেবে দলে ডাক পেয়েছেন জেসন মহম্মদ।
সংক্ষিপ্ত ওভারের দুটি ফর্ম্যাটেই জেসন মহম্মদ ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন। প্রায় এক বছরেরও বেশি সময় পর দলে ফেরানো হল তাঁকে।
সিরিজের প্রথম দুটি টি ২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৪ জনের দলে ছিলেন রাসেল। কিন্তু কানাডায় জিটি২০ টুর্নামেন্টে খেলার সময় কিছু অস্বস্তি বোধ করেন রাসেল। এজন্য ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ১৪ জনের দলে রাসেলের নাম ঘোষণার সময় নির্বাচকরা তাঁর ফিটনেস টেস্টে উতরানোর শর্ত রেখেছিলেন।
রাসেলের পরিবর্ত হিসেবে ৩২ বছরের জেসন মহম্মদ সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কোচ ফ্লয়েড রেইফার বলেছেন, জেসনের তিনটি ফর্ম্যাটেই প্রচুর অভিজ্ঞতা রয়েছে। রাসেলের মতো খেলোয়াড়ের জায়গা নেওয়াটা সহজ নয়। তবে জেসন ভালো পারফর্ম করতে সক্ষম।
সিরিজের প্রথম দুটি ম্যাচ শনি ও রবিবার ফ্লোরিডার ব্রোওযার্ড কাউন্টি স্টেডিয়ামে খেলা হবে। তৃতীয় তথা শেষ ম্যাচ খেলা হবে আগামী মঙ্গলবার গুয়ানায়।