পোর্ট অফ স্পেন: এক দল সিরিজে ১-০ এগিয়ে। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ মুঠোয়। ড্র করলেও সিরিজ পকেটে। অন্য দল ঘরের মাঠে বেজায় চাপে। সিরিজ বাঁচাতে হলে আজ থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে জিততেই হবে।


ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট (Ind vs WI) সিরিজের ফয়সালা হয়ে যাবে আগামী পাঁচ দিনের মধ্যে। সিরিজে ১-০ এগিয়ে থাকা টিম ইন্ডিয়াই (Team India) শেষ হাসি হাসবে, নাকি মানরক্ষা করবেন ক্যারিবিয়ানরা?


দীর্ঘ ২১ বছর টেস্টে ভারতকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ (West Indies) । প্রথম টেস্টে ভারতীয় একাদশে অভিষেক হয়েছিল একসঙ্গে জোড়া তরুণের। যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণ। তাঁদের মধ্যে যশস্বী ১৭১ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। ঈশান রান পাননি। তবে দ্বিতীয় টেস্টের প্রথম একাদশেও তাঁকেই খেলানো হতে পারে। অনেকে মনে করছিলেন কে এস ভরতকে খেলানো হতে পারে প্রথম টেস্টে। যদিও তরুণ ঈশানেই ভরসা রেখেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টেও ঈশানকেই খেলানোর সম্ভাবনাই জোরাল।


বাংলার পেসার মুকেশ কুমার রয়েছেন দলে। তবে প্রথম টেস্টের প্রথম একাদশে তাঁকে দেখা যায়নি। দ্বিতীয় টেস্টে কি শিকে ছিঁড়বে মুকেশের? সম্ভাবনা কম। অন্তত ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার কথায় সেরকমই ইঙ্গিত। রোহিত বলেছেন, 'খুব বেশি পরিবর্তনে সায় নেই আমাদের।'


রেকর্ড ভারতের পক্ষে। দীর্ঘ ২১ বছর ভারতকে টেস্টে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের শেষ জয় এসেছিল ২০০২ সালে। যখন চলতি সিরিজের প্রথম ম্যাচের সেরা যশস্বী জয়সওয়ালের বয়স ছিল ৫ মাস!


তারপর থেকে দুই দল একে অপরের বিরুদ্ধে ২৪টি টেস্ট খেলেছে। ভারত জিতেছে ১৫টি ম্যাচে। ৯টি ম্যাচ ড্র হয়েছে। প্রথম টেস্টে ভারত যেভাবে দাপট দেখিয়ে মাত্র তিনদিনে ইনিংস ও ১৪১ রানে জিতেছে, তাতে দ্বিতীয় টেস্টেও যে ক্রেগ ব্র্যাথওয়েটদের সামনে অগ্নিপরীক্ষা অপেক্ষা করে রয়েছে, বলাই বাহুল্য।


ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকট ও মহম্মদ সিরাজ।


ওয়েস্ট ইন্ডিজ়ের সম্ভাব্য একাদশ: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), তেজনারায়ণ চন্দ্রপল, অ্যালিক অ্যাথানাজ়, জারমাইন ব্ল্যাকউড, কার্ক ম্যাকেঞ্জি, জেসন হোল্ডার, জোশুয়া দ্য সিলভা (উইকেটকিপার), রাহকিম কর্নওয়াল/কেভিন সিনক্লেয়ার, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান।


আরও পড়ুন: এশিয়া কাপে কবে ভারত-পাক মহারণ? কোথায় হবে খেলা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial