পোর্ট অফ স্পেন: তাঁরা দুজনই কিংবদন্তি। একজনকে বলা হয় বাঁহাতি ব্যাটারদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা। অন্যজন ব্যাট হাতে দলের রক্ষাকর্তা হয়ে এতবার লড়াই করেছেন যে, ক্রিকেটবিশ্বে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল 'দ্য ওয়াল'। ভারতীয় ক্রিকেট মহলে তাঁর খ্যাতি মিস্টার ডিপেন্ডেবল নামেও।


পোর্ট অফ স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) প্রথম ওয়ান ডে ম্যাচের দিনই কুইন্স পার্ক ওভালে দেখা হয়ে গেল সেই ব্রায়ান লারা (Brian Lara) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। দুজনের ছবি পোস্ট করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সঙ্গে ক্যাপশনে লেখা, 'এক ফ্রেমে দুই কিংবদন্তি'। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের পর ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন লারা।


 






ওয়েস্ট ইন্ডিজ সফরে জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। ওয়ান ডে (One Day) সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে জয় ছিনিয়ে নিল ধবন (Shikhar Dhawan) বাহিনী। প্রথমে ব্যাট হাতে ২ ওপেনার শিখর ধবন ও শুভমন গিলের (Subhman Gill) ব্যাটিংয়ের ওপর ভর করে বোর্ডে ৩০৮ রান তুলে নিয়েছিল ভারতীয় দল। জবাবে রান তাড়া করতে নেমে ৩০৫ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।


আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি ভারতের, জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর