কলকাতা: অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জিতেছেন। এবার ভারতীয় ক্রিকেট দলের পূর্ণাঙ্গ সময়ের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে নামবেন রোহিত শর্মা। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। ৫ বার তাঁর নেতৃত্বে আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। দেশের হয়ে নিধাহাস ট্রফি জিতেছেন রোহিত। এবার ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হলেন মহম্মদ শামি। হিটম্যানকে সাপাের্টিভ ক্যাপ্টেন বললেন এই তারকা পেসার। চলতি সিরিজে বিশ্রামে রয়েছেন শামি। এক সাক্ষাৎকারে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শামি বলেন, ''রোহিত নিঃসন্দেহে দুর্দান্ত অধিনায়ক। অনেকবার আইপিএল জিতেছে ও। এছাড়াও আমি বলব দুর্দান্ত সাপোর্টিভ রোহিত। সবসময় পাশে পেয়েছি ওকে আমি। অনেক দিন ধরেই আমরা একসঙ্গে খেলছি।''
আসন্ন আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে শামিকে। ৬ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। শামি জানান, ''নতুন দলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। নিজের ১০০ শতাংশ দিতে চাই আমি মাঠে। তরুণ প্লেয়ারদের সঙ্গে সবসময় আমি খোলামেলা মেশার চেষ্টা করি। কারণ তাঁরা যাতে আমার সঙ্গে সহজভাবে মিশতে পারে। এখন যেই তরুণরা উঠে আসছে, প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করছে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।''
এদিকে, কে এল রাহুল, অক্ষর পটেলের পর টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দরও। ওয়ান ডে সিরিজেই চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছিলেন এই তামিল অফস্পিনার। কিন্তু ফের একবার চোট পেয়ে ছিটকে গেলেন জাতীয় দল থেকে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফের সুন্দর। যার জন্য এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে কলকাতা ছেড়ে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। আগামীকাল তাঁকে এনসিএ ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। এদিকে, ওয়াশিংটন সুন্দরের বদলি হিসেবে দলে ঢুকে গিয়েছেন কুলদীপ যাদব।
চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের সীমিত ওভারের দলের সহ-অধিনায়ক কে এল রাহুল ও বাঁ হাতি অল-রাউন্ডার অক্ষর পটেল। তাঁদের বদলে দলে এসেছেন রুতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা।
আজ আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচ চলছে। আজই এই সিরিজের শেষ ম্যাচ। এরপর দু’দল চলে আসবে কলকাতায়। টি-২০ সিরিজের তিনটি ম্যাচই হবে ইডেন গার্ডেন্সে। ১৬ ফেব্রুয়ারি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।