সেন্ট কিটস: আইপিএল থেকেই তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে। তাঁর নেতৃত্বে গুজরাত টাইটান্স (Gujarat Titans) প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় দলের জার্সিতেও ফুল ফোটাচ্ছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। এবার তিনি গড়ে ফেললেন দারুণ এক কীর্তি।


সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (Ind vs WI) মাঠে নেমে দুর্দান্ত নজির গড়লেন হার্দিক। টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে ৫০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫০০ রানও করে ফেললেন হার্দিক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যে নজির আর কোনও ভারতীয় পুরুষ ক্রিকেটারের নেই।


ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৭.২ ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন হার্দিক। ক্যারিবিয়ান ওপেনারের স্টাম্প ছিটকে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারতের তারকা অলরাউন্ডার।হার্দিক প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০-র বেশি রান করেছেন ও ৫০টি উইকেট নিয়েছেন। তবে মহিলা ক্রিকেটারদের মধ্যে ভারতের দীপ্তি শর্মার এই রেকর্ড রয়েছে।


হার্দিক ছাড়া ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০টি বা তারও বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল (৭৯), ভুবনেশ্বর কুমার (৭৩), যশপ্রীত বুমরা (৬৯), আর অশ্বিন (৬৪) ও রবীন্দ্র জাডেজা (৫০)। তবে এই পাঁচজনের কেউই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ রান করেননি। জাডেজার সংগ্রহে রয়েছে ৪২২ রান।


 




হার্দিক এই ম্যাচে যদিও বড় রান পাননি। মাত্র ৪ রান করেন। ৪ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। কেরিয়ারের ৬৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের পরে তাঁর মোট রান ৮০৬। পাশাপাশি নিয়েছেন ৫০ উইকেট।


আরও পড়ুন: হকিতে বিপক্ষ কানাডা, নজর থাকবে ভারোত্তোলনেও, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয়রা কে কখন নামছেন