কলকাতা: এই মাঠেই তাঁর টেস্ট অভিষেক। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজই। সচিন তেন্ডুলকরের বিদায়ী সিরিজের সেই ম্যাচে বিধ্বংসী ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন।


ওয়ান ডে ক্রিকেটে বিস্ফোরক ২৬৪ রানের ইনিংসই বা কে ভুলতে পারে? শ্রীলঙ্কার বোলারদের আতঙ্কের রাত উপহার দিয়েছিলেন। ২০১৪ সালের সেই ইনিংস ওয়ান ডে-তে এখনও ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইলফলক হয়ে রয়েছে।


তিন মাস আগে, ২১ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচেও এই মাঠে ঝকঝকে হাফসেঞ্চুরি করে দলের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। তিনিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার।


রঞ্জি ট্রফি হোক বা আইপিএল, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট হাতে নামা মানেই স্ফুলিঙ্গের বিচ্ছুরণ। রেকর্ডের ছড়াছড়ি। ইডেনের বরপুত্রদের তালিকায় মহম্মদ আজহারউদ্দিন, ভি ভি এস লক্ষ্মণদের পাশে জায়গা করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের 'হিটম্যান'ও।


এবার ইডেনে ফের নামছেন রোহিত। এবং একটা ম্যাচ নয়, গোটা একটা সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হবে ইডেনে। পয়মন্ত মাঠে নামার আগে নিজের সামনে কী লক্ষ্য রাখছেন?


রোহিত এখন টিম ইন্ডিয়ার অধিনায়কও। একটা সময় দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়ার অভিযোগ উঠত তাঁর বিরুদ্ধে। কিন্তু এ যেন রোহিতের ২.০ সংস্করণ। অধিনায়ক রোহিত এখন অনেক পরিণত। সংযত। মঙ্গলবার এবিপি লাইভের প্রশ্ন শুনে সতর্ক গলায় বললেন, 'ইডেন গার্ডেন্সে খেলতে আমি ভালবাসি। শুধু আমি কেন, গোটা ভারতীয় দলই ইডেনে খেলতে পছন্দ করে। এখানে আমাদের অনেক ভাল স্মৃতি রয়েছে।' পরক্ষণেই বললেন, 'তবে এই ফর্ম্যাটে, টি-টোয়েন্টি ক্রিকেটে এইসব ব্যাপার খুব একটা ছাপ ফেলতে পারে না। সব কিছু নির্ভর করে ওই নির্দিষ্ট দিনে কীরকম খেলছি তার ওপর। সেটা দেখেওছি। আমি বিশ্বাস করি নির্দিষ্ট দিনে ভাল খেলতে হবে। পরিবেশ, পরিস্থিতি, রেকর্ড যাই থাকুক না কেন, নির্দিষ্ট দিনে কেমন খেলছ, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফর্ম্যাটে দু-একজন ম্যাচ নিয়ে চলে যেতে পারে।'


কিন্তু তাই বলে ইডেনে তিনি নামবেন, আর আলাদা কোনও অনুভূতি থাকবে না! রোহিতের সংযমের রক্ষণ ভাঙার চেষ্টা করলে ব্যর্থ হতে হবে। সাবধানী গলায় বলে চললেন, 'বিশ্বের যে মাঠেই খেলি না কেন, সেটা আমাদের সুখস্মৃতির মাঠ হলেও, নির্দিষ্ট দিনে ভাল খেলার ওপর মনোনিবেশ করতে হবে। সেটাই আসল। রেকর্ড কোনও ব্যাপারই নয়। দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নির্দিষ্ট দিনে ভাল ক্রিকেট খেলতে হবে।'


ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি পেলেও পরের দুই ম্যাচে রান পাননি। পয়মন্ত মাঠে নামার আগে শান্ত-সংযত থাকছেন রোহিত। সংযমী রোহিত কি ঝড়ের আগের নিস্তব্ধতা মনে করিয়ে দিচ্ছেন?


চোট পেয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অক্ষর, সুন্দরও, দলে কুলদীপ যাদব