কলকাতা: সূর্যের তেজ পড়ে আসছে। বাতাসে শীতের আমেজ আরও জাঁকিয়ে বসছে। জ্বলে উঠছে দৈত্যাকার চার বাতিস্তম্ভ। আর ঝাঁকে ঝাঁকে নেমে আসছে তারা। খালি চোখে দেখার উপায় নেই। টের পাবেন, যখন সবুজ ঘাসের গালিচায় পা রাখামাত্র দেখবেন, জুতো ভিজে যাচ্ছে। বল একবার গড়ালেই সপসপে। পা ফেলায় একটু এদিক ওদিক হয়েছে কী, যাবেন পিছলে।


শিশির। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে যা দুই শিবিরের উদ্বেগ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সমস্যা আরও বাড়ছে কারণ, এবার মাঝ ফেব্রুয়ারিতেও কলকাতায় ঠাণ্ডার আমেজ। সন্ধ্যার পর তাপমাত্রা নামছে। আবার দুপুরে থাকছে চড়া রোদ। ফলে তাপমাত্রার তারতম্য হচ্ছে। আবহবিদদের মতে, দিন ও রাতের তাপমাত্রার ফারাক যত বাড়বে, তত বেশি পরিমাণে পড়বে শিশির। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচেও শিশির-কাঁটা হিসেব নিকেশ উল্টে দিতে পারে বলে কারও কারও আশঙ্কা।


কীভাবে সামলাবেন শিশির-সমস্যা? এবিপি লাইভের প্রশ্নে রোহিত শর্মা (Rohit Sharma) বললেন, 'ভারতের সব ক্রিকেটারই শিশিরের মধ্য়ে খেলে অভ্যস্ত। ভারতে এই সময়ে প্রচুর ম্যাচ হয়। সন্ধ্যা ৬-৭টা থেকে শিশির পড়তে শুরু করে। ভারতের সব মাঠেই একই অবস্থা। বেশিরভাগ ক্রিকেটারই এর সঙ্গে পরিচিত। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ সিরিজেও শিশির ছিল। আমরা তৈরি।'


শিশির নিয়ে অযথা আতঙ্কিত হতে নারাজ রোহিত। বলছেন, 'ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে শিশির পড়তে শুরু করলে কী করতে হবে। কোনও কিছু নিয়ে জটিলতা তৈরি করতে চাইছি না। সব কিছু সহজ-সরল রাখতে চাইছি। আমরা সব কিছু মাথায় রাখছি আর নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে প্রয়োগ করার ওপর জোর দিচ্ছি। রাজ্য দল হোক বা আইপিএল বা জাতীয় দল, ক্রিকেটারেরা এই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে সড়গড়। সমস্যা হবে না।'


বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে শিশির সমস্যা সামলাতে মঙ্গলবার সন্ধ্যায় প্র্যাক্টিসের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। প্র্যাক্টিস শুরুর সময় রাখা হয়েছে বিকেল পাঁচটায়, সূর্যাস্তের ঠিক পরে পরেই। যখন সবচেয়ে বেশি শিশির পড়ার কথা। পাশাপাশি বল ভিজিয়ে প্রস্তুতিও চলছে।


ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবিপি লাইভকে বলছিলেন, 'শিশির ফ্যাক্টর তো হবেই। তবে দুদলের জন্যই সমান পরিবেশ থাকবে। ম্য়াচ শুরু সাতটায়। আমরা শিশির নিরোধক স্প্রে করব। তাতে ঘাসের ওপর মোমের মতো একটা আস্তরণ পড়ে থাকবে। শিশির ঘাসের পাতা ভেজাতে পারবে না।'


তাতে আতঙ্ক কি পুরোটা কাটবে?


দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা, খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়ালেন রোহিত?