কলকাতা: গত ২৩ জানুয়ারি আমরা প্রকাশ করেছিলাম যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইডেনে দর্শকশূন্য় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে। তেমনই ভাবনাচিন্তা ছিল বিসিসিআইয়ের। এবার সেই খবরে সিলমোহর প্রায় পড়েই গেল। ওয়ান ডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচও হবে ফাঁকা মাঠেই। যদিও সন্ধে পর্যন্ত সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এই খবরের সত্যতা স্বীকার করেননি। তিনি জানিয়েছেন যে, বিসিসিআইয়ের তরফে এই নিয়ে কিছুই জানানো হয়নি এখনও তাঁকে। গত ২৩ জানুয়ারি আমরা যে খবর প্রকাশ করেছিলাম,


তা পড়ুন এই লিঙ্কে: ফাঁকা মাঠে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের ইঙ্গিত বোর্ডের


৭৫ শতাংশ দর্শক নয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ হবে দর্শকশূন্য ইডেন গার্ডেন্সেই, সিদ্ধান্ত বিসিসিআইয়ের। রাজ্য সরকার ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও এ-ব্যাপারে আরও একটু সাবধানী বোর্ড। তাই, সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু টি-২০ সিরিজ। 


উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই ধাক্কা লেগেছে ভারতীয় শিবিরে। প্রথম দলের ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে সংখ্যাটা আর বাড়েনি। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ৬ ফেব্রুয়ারি কায়রন পোলার্ডের দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে। সূত্রের খবর, জৈব সুরক্ষা বলয়ে থাকা আর কোনও ক্রিকেটারের আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসেনি। প্রত্যেকেই নেগেটিভ রিপোর্ট এসেছে। সবাই অনুশীলনেও নেমে গিয়েছেন। 


এদিকে, বুধবারই আক্রান্ত হয়েছেন শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড ও শ্রেয়স আইয়ার। তালিকায় আছেন স্ট্যান্ডবাই প্লেয়ার নভদীপ সাইনিও। তাই পরিবর্ত প্লেয়ার হিসেবে এবার ওয়ান ডে সিরিজের জন্য ময়ঙ্ক অগ্রবালকে ভারতীয় দলে নেওয়া হল। 


আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেট শিবিরে করোনা হানা। করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের ৭ সদস্য। তার মধ্যে রয়েছেন দলের ৪ ক্রিকেটার। এছাড়া কয়েক জন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত  দলের ক্রিকেটাররা  শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার ও নভদীপ সাইনি (স্ট্যান্ডবাই)।