ত্রিনিদাদ: কেএল রাহুলের (KL Rahul) ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। রোহিত শর্মাসহ ভারতীয় টি-টোয়েন্টি (IND vs WI T20)) দলের সদস্যরা দিন কয়েক আগেই ত্রিনিদাদে পৌঁছে গেলেও, রাহুলকে দেখা যায়নি। এরপর থেকেই তিনি সম্ভবত ফিট নন, এমন জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনাই সত্যি হল।


বিসিসিআইয়ের বিবৃতি


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। বিসিসিআইয়ের তরফে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে রাহুলের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হয়। পাশাপাশি ভারতীয় নির্বাচক দলের তরফে তারকা ব্যাটারের বদলিও ঘোষণা করে দেওয়া হয়। বিবৃতিতে লেখা, 'কেএল রাহুলের নাম প্রথমে স্কোয়াডের মধ্যে ঘোষণা করা হয়েছিল। এই সিরিজে ওর অংশগ্রণটা ফিটনেসের উপরই নির্ভরশীল ছিল। ব্যাটার গত সপ্তাহে করোনা আক্রান্ত ধরা পড়েন এবং তারপরেই মেডিক্যাল দল তাকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছে।'


 






রাহুলের বদলি হিসাবে ভারতীয় দলে সুযোগ পেলেন তারকা কিপার-ব্যাটার সঞ্জু স্যামমন (Sanju Samson)। সঞ্জু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজেও ভারতীয় দলের অংশ ছিলেন। সেই সিরিজে তার ব্যাট থেকে একটি সুন্দর অর্ধশতরানও এসেছিল। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন সঞ্জু। তাই তার সুযোগ পাওয়ায় কেউই খুবই একটা অবাক হননি। বরং, তাকে প্রথমে স্কোয়াডে রাখা না হওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন।


কবে ফিরবেন রাহুল?


অবশ্য এই সিরিজে ঋষভ পন্থ ভারতীয় দলে কামব্যাক ঘটাচ্ছেন, ঈশান কিষাণ রয়েছেন। তাই সঞ্জুর কিপার-ব্যাটার হিসাবে প্রথম একাদশে সুযোগ পাওয়াটা বেশ চাপেরই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর তিন মাসও বাকি নেই। ভারত এখনও বেশ কিছু ২০ ওভারের ম্যাচ খেলবে বিশ্বকাপের আগে। তবে রাহুলের এই বহুদিন ধরে অনুপস্থিতিত, নিঃসন্দেহে ভারতীয় দলের চাপ বাড়াবে। সম্ভবত তিনি অগাস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজেই ভারতীয় অধিনায়ক হিসাবে দলে সুযোগ পাবেন।


আরও পড়ুন: রাহুলের অনুপস্থিতিতে ওপেনিংয়ে কি পন্থই, কখন, কোথায় দেখবেন ভারত-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি?