ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। আজ, শুক্রবার (২৯ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 1st T20I) ফের মুখোমুখি হচ্ছে দুই দল। বিরাট কোহলি, যশপ্রীত বুমরা না থাকলেও, এই সিরিজে ভারতের সিনিয়র দলের মোটামুটি বাকি সকলেই আছে। চোটের জন্য অনুপস্থিত কেবল কেএল রাহুল।


বছরের শেষের দিকে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেইদিকে এক নজর রেখেই এই সিরিজে মাঠে নামবে টিম ইন্ডিয়া। যদিও বিশ্বকাপের আগে মোট ১৬টি (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ, এশিয়া কাপের ফাইনালে পৌঁছলে পাঁচ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে) ম্যাচ খেলতে পারে ভারতীয় দল। তাও এখন থেকেই মোটামুটি নির্দিষ্ট একটি দল নিয়েই বিশ্বকাপের লক্ষ্যে এগোবে টিম ইন্ডিয়া।


এই সিরিজে বেশ কিছু বিষয়ে নজর থাকবে, যার মধ্যে অন্যতম হল রোহিত শর্মা (Rohit Sharma)-ঋষভ পন্থের (Rishabh Pant) ওপেনিং জুটি। ইংল্যান্ডে রাহুলের অনুপস্থিতিতে এই জুটিই ২০ ওভারের ম্যাচে ওপেন করেছিল। দারুণ পারফর্ম করতে না পারলেও, দুই তারকার আগ্রাসী মনোভাব বেশ নজর কাড়ে। ডান-বাঁ হাতি যুগলবন্দিও রয়েছে এই পার্টনারশিপে। তাই এই সিরিজে এই জুটিই সম্ভবত ফের ওপেন করবেন। ভাল পারফর্ম করলে হয়তো বিশ্বকাপেও এটিই হতে পারে ভারতের ওপেনিং পার্টনারশিপ।


নজরে হুডা


রবীন্দ্র জাডেজার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন আছেই। তাই এই সিরিজে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটানো রবিচন্দ্র অশ্বিন সুযোগ পান কি না, সেইদিকেও নজর থাকবে। তবে কোহলির অনুপস্থিতিতে সবথেকে বেশি করে নজর থাকবে দীপক হুডার দিকে। এখনও পর্যন্ত হুডা যেটুকু সুযোগ পেয়েছেন, তাতে বেশ প্রভাবিতই করেছেন। কোহলির অনুপস্থিতিতে তিনি আবারও সম্ভবত দলে সুযোগ পাবেন। সেই সুযোগ কাজে লাগাতে পারলে, বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য তিনি জোরালো দাবি রাখবেন।


সুতরাং, সব মিলিয়ে এই সিরিজে কিন্তু ভারতীয় দল বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে পারে। কোথায় দেখবেন এই গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচ, কখন শুরু হবে এটি। এই সব নানান তথ্য় দেখে নিন এক নজরে।


আজকের ম্যাচ
আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ


কোথায় হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি?
এই ম্যাচটি হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, ত্রিনিদাদে


কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে রাত ৮টায়


কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে ডিডি স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে ফ্যানকোড অ্যাপে


আরও পড়ুন: ''আমরা কারা? চ্যাম্পিয়ন্স'', ড্রেসিংরুমেও গব্বররাজ শিখরের, মাতলেন দ্রাবিড়ও